AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuzvendra Chahal: বিশ্বসুন্দরীর অ্যাপার্টমেন্টে ভাড়াটিয়া যুজবেন্দ্র চাহাল! মাসে ৩ লক্ষ টাকা

IPL 2025, PBKS: আইপিএলের মাঝে ফের শিরোনামে যুজবেন্দ্র চাহাল। মুম্বইতে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এটা তেমন কোনও বড় খবর নয়। তবে বিশ্বসুন্দরীর অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়েছেন যুজবেন্দ্র চাহাল!

Yuzvendra Chahal: বিশ্বসুন্দরীর অ্যাপার্টমেন্টে ভাড়াটিয়া যুজবেন্দ্র চাহাল! মাসে ৩ লক্ষ টাকা
Image Credit: INSTAGRAM
| Updated on: Apr 30, 2025 | 8:51 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করছেন যুজবেন্দ্র চাহাল। তার আগের পর্ব অবশ্য ভালো কাটেনি। ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেয়েছেন ভারতের এই তারকা স্পিনার। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তার মাঝে গুঞ্জন চলছে মেহবেশকে নিয়ে। চাহালের ম্যাচে উপস্থিত থাকছেন। শুধু আইপিএলেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের ম্যাচ দেখতে দুবাই পাড়ি দিয়েছিলেন দু-জনেই। মেহবেশের সঙ্গে তাঁর সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে জোর আলোচনা। আইপিএলের মাঝে ফের শিরোনামে যুজবেন্দ্র চাহাল। মুম্বইতে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এটা তেমন কোনও বড় খবর নয়। তবে বিশ্বসুন্দরীর অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়েছেন যুজবেন্দ্র চাহাল!

সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য়ই প্রকাশ্যে এসেছে। মুম্বইতে যুজবেন্দ্র চাহাল যে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তা প্রায় ১৪০০ স্কোয়ার ফিটের। আর এই অ্যাপার্টমেন্ট নাতাশা সুরির। ফেব্রুয়ারিতেই আগামী দু-বছরের জন্য় ভাড়ার এগ্রিমেন্ট হয়েছে। এর জন্য ১০ লক্ষ টাকা সিকিওরিটি মানিও দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। মাসে ভাড়া ৩ লক্ষ টাকা। এক বছর পর এগ্রিমেন্ট অনুযায়ী ৫ শতাংশ ভাড়া বাড়বে। চাহালের নতুন ঠিকানা এই অ্যাপার্টমেন্ট। কে এই নাতাশা সুরি? অভিনেত্রী, সুপারমডেল, টেলিভিশন হোস্ট। শুধু তাই নয়, প্রাক্তন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া। ২০০৬ সালে ফেমিনা মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া জিতেছিলেন।

মুম্বইতে অ্যাপার্টমেন্ট নেওয়ায় চাহালকে নিয়ে অবশ্য নতুন প্রশ্ন উঠছে। ধনশ্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদের অন্যতম কারণ মনে করা হচ্ছে, মুম্বই পাড়ি না দেওয়া। ধনশ্রী চেয়েছিলেন মুম্বইতে থাকতে। যদিও পরিবারে সঙ্গে হরিয়ানার বাড়িতেই থাকতে চেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। মুম্বইয়ে থাকতে রাজী ছিলেন না তিনি। এরপরই জল্পনা, তা হলে এখন কেন মুম্বইতে অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন যুজবেন্দ্র চাহাল? মেহবেশ মুম্বইয়ে থাকেন বলেই কি এমন সিদ্ধান্ত?