Mohun Bagan: এএফসি কাপে বাংলাদেশে আজ কঠিন ম্যাচ মোহনবাগানের
AFC CUP, Mohun Bagan Super Giant-Bashundhara Kings: ইন্ডিয়ান সুপার লিগে টানা চার ম্যাচ জিতে নজির গড়েছে মোহনবাগান। আইএসএলের এটি দশম মরসুম। টুর্নামেন্টের ইতিহাসে কোনও দল প্রথম চার ম্যাচে টানা জয় পায়নি। গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াও ফুল পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছিল সবুজ মেরুন। আইএসএলে চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার পাশাপাশি হুয়ান ফেরান্দোর নজরে এএফসি কাপে ভালো ফল।

কলকাতা: এএফসি কাপের গ্রুপ পর্বে শুরুটা দুর্দান্ত হয়েছিল মোহনবাগানের। প্রথম দু-ম্যাচেই জয়। মোহনবাগানের লক্ষ্য ছিল জয়ের হ্যাটট্রিক। যদিও হোম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২-২ ড্র করে সবুজ মেরুন। এই ম্যাচটি হয়েছিল ভুবনেশ্বরে। হোম ম্যাচ হলেও ঘরের মাঠের সেই সমর্থন পায়নি সবুজ মেরুন। ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য ছন্দে রয়েছে হুয়ান ফেরান্দোর টিম। এএফসি কাপেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে গত মরসুমে বড় ব্যবধানে হারিয়েছিল। তবে এ বারের টিমটা আরও অনেক বেশি শক্তিশালী। হোম ম্যাচেই সেটা টের পেয়েছে মোহনবাগান। এ বার অ্যাওয়ে ম্যাচ। আজ ঢাকায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগে টানা চার ম্যাচ জিতে নজির গড়েছে মোহনবাগান। আইএসএলের এটি দশম মরসুম। টুর্নামেন্টের ইতিহাসে কোনও দল প্রথম চার ম্যাচে টানা জয় পায়নি। গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াও ফুল পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছিল সবুজ মেরুন। আইএসএলে চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার পাশাপাশি হুয়ান ফেরান্দোর নজরে এএফসি কাপে ভালো ফল।
এএফসি কাপে এখনও পর্যন্ত তিন বার বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছে মোহনবাগান। প্রথম দু-বার হেলায় হারিয়েছে বাংলাদেশের ক্লাবকে। এ বার যদিও কঠিন প্রতিরোধের সামনে পড়তে হয়েছিল। অ্যাওয়ে ম্যাচে লড়াইটা আরও কঠিন, ভুলছে না সবুজ মেরুন শিবির। ফেরান্দোর গলায় সেই সতর্কবার্তাই। বসুন্ধরা ম্যাচের আগে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘এএফসি কাপ বেশ কঠিন প্রতিযোগিতা। আমাদের কাছে এই ম্যাচটাও খুবই কঠিন। বাংলাদেশ ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে এটুকু জানি, বসুন্ধরা এখানকার চ্যাম্পিয়ন। বসুন্ধরা কিংসের অনেকেই জাতীয় দলে খেলে। আমরা সব প্রতিপক্ষকেই সন্মান করি। এই ম্যাচটি জিততেই হবে। সেরাটা দিতে না পারলে যা সম্ভব হবে না।’
এএফসি কাপে ছ’জন বিদেশি নামানো যায়। মোহনবাগান অবশ্য গত ম্যাচে পাঁচ বিদেশি খেলিয়েছিল। এই ম্যাচে ছয় বিদেশি ফুটবলারকেই নামানো হতে পারে। দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, জেসন কামিংসদের কাছে এই ম্যাচটি যথেষ্ঠ চ্যালেঞ্জিং।
বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান, সন্ধে ৭.৩০, ফ্যানকোড অ্যাপে সম্প্রচার
