ম্যান সিটি ছাড়ছেন আগুয়েরো

sushovan mukherjee |

Mar 30, 2021 | 1:53 PM

আগুয়েরোকে (Sergio Aguero) সম্মান জানাতে তৈরি ম্যাঞ্চেস্টার সিটিও (Manchester City)। আর্জেন্তাইন সুপারস্টারের জন্য এটিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) একটা মূর্তি বসাচ্ছে সিটি। ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক (Khaldoon Al Mubarak) নিজেই সে কথা জানান।

ম্যান সিটি ছাড়ছেন আগুয়েরো
আগুয়েরোকে সম্মান জানিয়ে মূর্তি বসাচ্ছে সিটি। ছবি: টুইটার

Follow Us

প্যারিস: ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন সের্জিও আগুয়েরো (Sergio Aguero)। শেষ হতে চলেছে ১০ বছরের সম্পর্ক। জুলাইয়েই আগুয়েরোর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। ক্লাব ছাড়তে হলেও আর্জেন্তাইন সুপারস্টার অবশ্য গর্বিত সিটিকে নিয়ে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হরমনপ্রীত

২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) ছেড়ে ম্যান সিটিতে (Manchester City) সই করেছিলেন কুন আগুয়েরো (Sergio Aguero)। সিটির জার্সিতে ৩৮৪ (384) ম্যাচে ২৫৭ (257) গোল রয়েছে তাঁর। ম্যাঞ্চেস্টার সিটির সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে আগুয়েরোর নাম। ২০১২ সালে আগুয়েরোর গোলেই চিরশত্রু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইপিএল জেতে সিটি। এক দশকের সম্পর্ক শেষ করে যেতে হবে অন্যত্র। সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করলেন আগুয়েরো। তিনি লেখেন, ‘যখন একটা চক্র শেষ হয়, তখন অনেক নতুন তারকাদের জন্ম হয়। দশ বছর ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গর্বের সঙ্গে খেলেছি। এটাই আমাকে তৃপ্তি দেয়। সিটির জার্সিতে বাকি ম্যাচেও সমর্থকদের আনন্দ দিতে চাই।’

আগুয়েরোকে (Sergio Aguero) সম্মান জানাতে তৈরি ম্যাঞ্চেস্টার সিটিও (Manchester City)। আর্জেন্তাইন সুপারস্টারের জন্য এটিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) একটা মূর্তি বসাচ্ছে সিটি। ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক (Khaldoon Al Mubarak) নিজেই সে কথা জানান। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগ- দুটো টুর্নামেন্টেই খেতাব জয়ের দৌড়ে রয়েছে পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। তাই আগুয়েরোর জন্য এখনই ফেয়ারওয়েল স্পিচের কোনও ব্যবস্থা করতে চাইছে না ক্লাব। ২৩ মে এভার্টনের বিরুদ্ধে সিটির লিগের শেষ ম্যাচ রয়েছে। সে দিন আগুয়েরোর জন্য় একটা ফেয়ারওয়েল পার্টি করবে ক্লাব।

Next Article