ISL 2021: হাফ ডজন ম্যাচেও জয় অধরা লাল-হলুদের
East Bengal: ছয় ম্যাচ খেলে তিনটি ড্র, তিনটি হার। আইএসএলের লিগ তালিকায় সবার নীচেই রয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। রবিবার কারালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র লাল-হলুদের।
এসসি ইস্টবেঙ্গল – ১ (মার্সেলা) কেরালা ব্লাস্টার্স – ১ (ভাস্কুয়েজ)
ভাস্কো : এবারের আইএসএলে (ISL) আধ ডজন ম্যাচ খেলা হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের। তবে জয়েরা দেখা নেই। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র। ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট। ছয় ম্যাচে ১৫ গোল হজম। এই সব তথ্যই কষ্ট দিচ্ছে লাল-হলুদ জনতাকে। এদিন খেলার শুরু থেকে লাল-হলুদের ওপর আক্রমণের রাস্তায় হাঁটে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম ১০ মিনিটে দিয়াজের ছেলেদের মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। গোটা দলটাই দাঁড়িয়ে নিজেদের অর্ধে। গোলকিপার বদলের পাশাপাশি ছকও বদলেছিলেন ইস্টবেঙ্গল কোচ। ৪-৩-৩। কিন্তু মাঝমাঠে প্রতিপক্ষের কম ফুটবলার থাকার সুযোগটাই নিল কেরালা। ইস্টবেঙ্গলের পেরোসেভিচকে দেখেই একমাত্র মনে হচ্ছিল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেন।
ম্যাচের ১৫ মিনিট, খেলা কেরালার দখলে, তখনই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। কেরালার আক্রমণে বক্সের বাইরে হ্যান্ডবল। রেফারি বাঁশি দিলেন। কিন্তু কেরালার ভাসকুয়েজ না থেমে বল পাঠালেন গোলে। রেফারি ভেঙ্কটেশ গোলের বাঁশি বাজিয়ে দিলেন। শুরু আশান্তি। লাল-হলুদ ফুটবলাররা ছুটলেন লাইনসম্যান ও চতুর্থ রেফারির দিকে। রিজার্ভ বেঞ্চ থেকে ছুটে এলেন কোচ, সহকারি কোচ সহ সাপোর্ট স্টাফরা। রেফারি সিদ্ধান্ত বদলালেন। এরপর থেকে একটু একটু করে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে লাল-হলুদ ব্রিগেড। পেরোসেভিচের (Perosevic) শট দারুণ বাঁচান কেরালা গোলকিপার প্রভুশঙ্কর। বল দখলের লড়াইয়ে শুরুর থেকে কিছুটা উন্নতি করলেন বটে সৌরভ দাশরা, কিন্তু কেরালা ডিফেন্স পেরোসেভিচকে আটকে দেওয়ার ছকটা কষেই মাঠে নেমেছিলেন। আর তাতেই দিয়াজের দলের আক্রমণও ভোঁতা। কারণ আরেক ফরোয়ার্ড চিমা চুকুকে দর্শক ছাড়া আর বিশেষ কিছু বলে মনে হচ্ছে না। ৩৬ মিনিটে খেলার গতির কিছুটা উল্টো পথেই গোলটা পেয়ে গেল ইস্টবেঙ্গল। রাজুর লম্বা থ্রো হেডে গোলে পাঠালেন ডিফেন্ডার ও দলের অধিনায়ক টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela)। তবে গোল করেও গোল ধরে রাখতে না পারার ধারা বজায় থাকল প্রথমার্ধে। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ভাস্কুয়েজের শট। মার্সেলার মাথা ছুঁয়ে বল জালে। প্রথমার্ধে ম্যাচ ১-১।
.@sc_eastbengal share the spoils with @KeralaBlasters in what was an entertaining game in the #HeroISL! #LetsFootball pic.twitter.com/kogH41gWFG
— Indian Super League (@IndSuperLeague) December 12, 2021
দ্বিতীয়ার্ধের শুরু থেকে যেন একটু সাবধানী ফুটবল। কোনও দলই সরাসরি আক্রমমের রাস্তায় হাঁটাতে রাজি ছিল না। তাই কিছুটা বিরক্তিকর ফুটবল। তবে ঘড়ির কাঁটার মতই ধীরে ধীরে এগোতে শুরু করল কেরালা। চাপ বাড়তে শুরু করল লাল-হলুদ বক্সে। ৬৫ মিনিটের পর তিনটি পরিবর্তন। দেরভিসেভিচ, বিকাশ ও লুয়াং কে মাঠে নামালেন দিয়াজ। আক্রমনে গতি বাড়ানোর চেষ্টা। খুব একটা যে কাজ হল বলা যাবে না। দুদিকেই তৈরি হল গোটা কয়েক সুযোগ। গোটা ম্যাচে আবারও নজর কাড়লেন হীরা মণ্ডল। তারকাদের থেকে তাঁর পারফরম্যান্স অনেক ভালো। সীমিত ক্ষমতা নিয়েই লড়ে গেলেন ৯০ মিনিট। লড়াই করলেন প্রথম ম্যাচ খেলতে নামা শঙ্কর রায়ও।
এসসি ইস্টবেঙ্গল: শঙ্কর, রাজু, মার্সেলা, পর্চে, হীরা, অরমজিত্ (লুয়াং), সৌরভ, হানতে (বিকাশ), পেরোসেভিচ, হাওকিপ (নাওরেম), চিমাচুকু (দেরভিসেভিচ)
আরও পড়ুন : Indian Cricket: বিরাট বিতর্ক দূরে সরিয়ে দলগত সংহতির বার্তা রোহিতের