Indian Cricket: বিরাট বিতর্ক দূরে সরিয়ে দলগত সংহতির বার্তা রোহিতের
৫০ ওভারের ক্রিকেটে সদ্য দায়িত্ব পাওয়া রোহিত বলেন, 'ভারতীয় দলের হয়ে খেলা সবসময় চাপের। নেতৃত্বের চাপ থাকবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজের কাজের লক্ষ্যে সচেষ্ট থাকা। বাইরে থেকে অনেকে অনেক রকম কথা বলবে। কে কি বলল সেসব নিয়ে মাথা না ঘামানোই উচিত। কারণ সেটা আমার হাতে নেই। আমি এর আগেও এই কথা অনেক বার বলেছি, আবারও একই কথা বলছি।'
মুম্বই: নেতৃত্ব পাওয়ার ৪ দিন পর মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত বুধবার বিরাট কোহলির (Virat Kohli) থেকে একদিনের ক্রিকেটের নেতৃত্ব সরিয়ে নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এরপরই সরগরম সোশ্যাল নেটওয়ার্ক। বিরাট বনাম রোহিত ইস্যুতে দু’ভাগ ভক্তরা। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও একহাত নেন অনেকে। অনেকে বোর্ডের সিদ্ধান্তকে সহমত জানালেও, অনেকে আবার বিরাটের কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার কারণ দেখছেন না। আইসিসির (ICC) টুর্নামেন্টে ক্যাপ্টেন বিরাটের সাফল্য না থাকলেও একদিনের ক্রিকেটে নেতা বিরাট এখনও ভারতীয়দের মধ্যে সেরা।
বাইরের সমালোচনা নিয়ে ভাবতে চান না হিটম্যান। ৫০ ওভারের ক্রিকেটে সদ্য দায়িত্ব পাওয়া রোহিত বলেন, ‘ভারতীয় দলের হয়ে খেলা সবসময় চাপের। নেতৃত্বের চাপ থাকবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজের কাজের লক্ষ্যে সচেষ্ট থাকা। বাইরে থেকে অনেকে অনেক রকম কথা বলবে। কে কি বলল সেসব নিয়ে মাথা না ঘামানোই উচিত। কারণ সেটা আমার হাতে নেই। আমি এর আগেও এই কথা অনেক বার বলেছি, আবারও একই কথা বলছি।’
একই সঙ্গে হিটম্যান বলেন, ‘আমরা একটা হাইপ্রোফাইল টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। তার আগে দলের মধ্যে ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। আমাদের হাতে যেটা আছে, সেটা নিয়েই ভাবতে হবে। মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে। ম্যাচ জিততে হবে। বাইরের ওই সমস্ত কথা অবাস্তব।’
?️?️ “The pressure will always be there. As a cricketer, it is important to focus on my job.”
SPECIAL – @ImRo45‘s first interview after being named #TeamIndia’s white-ball captain coming up on https://t.co/Z3MPyesSeZ. ?️
Stay tuned for this feature ⌛ pic.twitter.com/CPB0ITOBrv
— BCCI (@BCCI) December 12, 2021
একই সঙ্গে রোহিত ব্যাখ্যা করেন দলের মধ্যে বোঝাপড়া বাড়াতে রাহুল দ্রাবিড়়ের (Rahul Dravid) ভূমিকা। তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে নিয়ে কি ভাবছি সেটা ভাবা সবচেয়ে জরুরি। আমাদের দলের মধ্যে একটা শক্তিশালী বোঝাপড়া তৈরি করতে হবে। যে বোঝাপড়ার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’ ২৬ তারিখ থেকে শুরু ভারত (India)-দক্ষিণ আফ্রিকা (South Africa) টেস্ট সিরিজ। তিন টেস্ট সিরিজের পরই প্রোটিয়া সফরে ৩টে একদিনের ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন: Indian Cricket: ‘সাদা বলের ক্রিকেটে আরও বিধ্বংসী হয়ে উঠবেন বিরাট’, আশা গম্ভীরের