AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ‘সাদা বলের ক্রিকেটে আরও বিধ্বংসী হয়ে উঠবেন বিরাট’, আশা গম্ভীরের

২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, 'সাদা বলের ক্রিকেটে অনেক চাপহীন হয়ে এ বার খেলতে পারবে বিরাট (Virat Kohli)। নেতৃত্বের চাপ না থাকায় আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ও। অনেক বিধ্বংসী ইনিংস অপেক্ষা করছে ওর ব্যাট থেকে। আমি নিশ্চিত, ও আবার দেশকে গর্বিত করবে। ক্রিকেটের সব ফরম্যাটেই ও শাসন করে।'

Indian Cricket: 'সাদা বলের ক্রিকেটে আরও বিধ্বংসী হয়ে উঠবেন বিরাট', আশা গম্ভীরের
বিরাট নিয়ে গম্ভীরের মন্তব্য। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 5:16 PM
Share

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) ক্যাপ্টেন্সি যাওয়ার ইস্যুতে দু’ভাগ ভারতীয় ক্রিকেট। শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) সার্কিটে। কোহলির কাছ থেকে একদিনের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পরই সরগরম ভারতীয় ক্রিকেট। কেউ কেউ মনে করছেন বিরাটের সঙ্গে অন্যায় করা হয়েছে। আবার কারও মত, বোর্ড সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে করেন, নেতৃত্ব যাওয়ায় একদিনের ক্রিকেটে আরও বিধ্বংসী হয়ে উঠবেন বিরাট কোহলি।

বিগত ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। ইডেনে দিন রাতের টেস্টের পর আর সেঞ্চুরি পাননি কোহলি। তাঁর ফর্ম নিয়ে অনেকেই সমালোচনা করছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘সাদা বলের ক্রিকেটে অনেক চাপহীন হয়ে এ বার খেলতে পারবে বিরাট (Virat Kohli)। নেতৃত্বের চাপ না থাকায় আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ও। অনেক বিধ্বংসী ইনিংস অপেক্ষা করছে ওর ব্যাট থেকে। আমি নিশ্চিত, ও আবার দেশকে গর্বিত করবে। ক্রিকেটের সব ফরম্যাটেই ও শাসন করে।’

একই সঙ্গে গম্ভীর যোগ করে বলেন, ‘লাল বলের ক্রিকেটে যেমন রোহিত শর্মা নেতৃত্বের চাপ সামলাতে পারবে না। সেখানে খোলা মনেই নেতৃত্ব কাঁধে নিয়ে খেলতে পারবে বিরাট। দুই আলাদা অধিনায়ক হওয়ায় নিজের ভাবনা চিন্তাকে কাজে লাগাতে পারবে। এতে দলের পক্ষে ভালো।’ গম্ভীরের আশা বিরাট কোহলিকে আরও সেরা ফর্মে দেখবে ক্রিকেটবিশ্ব।

আরও পড়ুন: Indian Cricket: বিরাট সওয়ালে সৌরভ-জয়কে তুলোধনা নেটিজেনদের