EURO CUP 2024: ইউরোর মঞ্চে নতুন মেসি! আর্দা গুলেরের গোল দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব

তারকার উত্থানের মঞ্চ বোধহয় আলাদাই হয়। যেমন পেলে-মারাদোনার ছিল। যেমন মেসি-রোনাল্ডোর ছিল। ঠিক তেমন আর্দা গুলের-এর। ডর্টমুন্ডের মাঠে যাঁকে দেখে বলা শুরু হয়ে গিয়েছে 'তুরস্কের মেসি'। চরম আগ্রাসনের ম্যাচ। উপুড় করে দেওয়া উত্তেজনা।

EURO CUP 2024: ইউরোর মঞ্চে নতুন মেসি! আর্দা গুলেরের গোল দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব
EURO CUP 2024: ইউরোর মঞ্চে নতুন মেসি! আর্দা গুলেরের গোল দেখে স্তম্ভিত ফুটবল বিশ্বImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2024 | 2:30 PM

কলকাতা: প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গেল ইউরো কাপে (EURO CUPA)। সব দেশই নিজেদের ঝলক দেখিয়ে ফেলেছে। জার্মানির ৫ গোলের উৎসব। স্পেনের কাছে ক্রোয়েশিয়ার হেরে যাওয়া। রোনাল্ডোর পর্তুগালের রুদ্ধশ্বাস জয়। সব ম্যাচেই গোল হয়েছে। ব্যতিক্রম শুধু গোলশূন্য ডেনমার্ক-স্লোভেনিয়ার ম্যাচ। অঘটন কি নেই? বিশ্বের ৩ নম্বর টিম বেলজিয়াম হেরে গিয়েছে পিছনের সারিতে থাকা স্লোভাকিয়ার কাছে। ইউরো কাপের এমন আগুনে তথ্যে চোখ রয়েছে সবার। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে ১৯ বছরের এক ছেলেকে নিয়ে।

তারকার উত্থানের মঞ্চ বোধহয় আলাদাই হয়। যেমন পেলে-মারাদোনার ছিল। যেমন মেসি-রোনাল্ডোর ছিল। ঠিক তেমন আর্দা গুলের-এর। ডর্টমুন্ডের মাঠে যাঁকে দেখে বলা শুরু হয়ে গিয়েছে ‘তুরস্কের মেসি’। চরম আগ্রাসনের ম্যাচ। উপুড় করে দেওয়া উত্তেজনা। ১০৩বার আক্রমণে শানিয়েছে দুটো টিম। তিনটে শট লেগেছে পোস্টে। আর চারটে দুরন্ত গোল। এই না হলে ফুটবল। এমন মঞ্চেই নায়কের জন্ম হয়। যেমন হল আর্দার। টপ বক্সের বাইরে, ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের কার্লিং শটে দুরন্ত গোল। দুরন্ত বললে কি আর্দার এই গোলকে ঠিকঠাক ব্যাখ্যা করা যাবে? বোধহয় না। ছেঁকে ধরা প্রতিপক্ষের মধ্যে থেকে চকিতে জায়গা বদল করে নেওয়া শট। বল উড়ল সঠিক নিশানায়। খুঁজে নিল তেকাঠির কোণ।

কে এই তুরস্কের মেসি? মাত্র ৯ বছরে পায়ে-খড়ি আর্দার। তুরস্কের ক্লাব ফেনারবাখে যোগ দেন ১৪ বছর বয়সে। তারপর আর ঘুরে তাকাতে হয়নি। তখন থেকেই বিস্ময়বালক তাকমা লেগে গিয়েছে। ১৬ বছর বয়সে পেশাদার চুক্তিও করে ফেলে ফেনারবাখ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছাপ রাখতে দেরি করেননি। গোল করা আর করানোর অভ্যেস তখন থেকেই। ২ বছর তুরস্কের ক্লাবে খেলে চলে যান রিয়াল মাদ্রিদে। গত বছর তাঁকে সই করিয়ে নিয়েছে রিয়াল। ৬ বছরের লম্বা চুক্তি করে যে ভুল করেনি, প্রমাণও করে দিয়েছেন। রোনাল্ডোর পুরনো ক্লাব ১০টা ম্যাচ খেলে করে ফেলেছেন ৬টা গোল। সেই আর্দাই এখন বিশ্ব ফুটবলের নতুন তারকা। জর্জিয়ার বিরুদ্ধে তুরস্ককে ৩-১ জেতানো ম্যাচে যে গোল করেছেন, তা দেখে হতবাক সবাই। এই গোল হয়তো ইউরোর সেরা গোলের ইতিহাসে জায়গা করে নেবে। পুরনো মেসির প্রশংসা পাবেন নতুন মেসি?