FIFA World Cup 2022: মেসির শেষ বিশ্বকাপ, স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার
গতবছর কোপা আমেরিকার পর দুরন্ত ছন্দে থাকা মেসির লক্ষ্য এবার ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি। তার জন্য এক শক্তিশালী দল নিয়ে কাতার যাচ্ছে আর্জেন্টিনা।
বুয়েনস আইরেস: দলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) আগেই ঘোষণা করে দিয়েছেন, কাতারে (Qatar 2022) শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। শুক্রবার রাতে মেসির শেষ বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা। ২০১৪ সালে বিশ্বকাপের শেষ ল্যাপে পৌঁছেও একটুর জন্য ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি। এবার বিশ্বকাপ উঠুক মেসির হাতে, এই কামনা তাঁর আলবিসেলেস্তে সমর্থকদের। গতবছর কোপা আমেরিকার পর দুরন্ত ছন্দে থাকা মেসির লক্ষ্য এবার ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি। তার জন্য এক শক্তিশালী দল নিয়ে কাতার যাচ্ছে আর্জেন্টিনা (Argentina)। কাতার বিশ্বকাপের জন্য কেমন দল গড়ল আর্জেন্টিনা? তুলে ধরল TV9 Bangla।
বিশ্বকাপ শুরুর মাসখানের আগে থেকে আর্জেন্টিনা দল চোটের গ্রহে। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়া চোট পেয়েছিলেন। তাঁরা ছিটকে না গেলেও আশঙ্কা ছিল সমর্থকদের মধ্যে। ভাগ্য সহায় হয়নি জিওভানি লো সেলসোর। তিনি আগেই ছিটকে গিয়েছেন। তবে আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে দিবালাকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। হালকা চোট থাকলেও দলে রয়েছেন ডি মারিয়াও। শেষ বিশ্বকাপে মেসির সেনানীদের দলে তেমন কোনও চমক নেই। গোলরক্ষক হিসেবে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্তিনেজই স্কালোনির ভরসা। এছাও রয়েছেন ফ্রাঙ্কো আর্মানি ও জেরোনিমো রুলি। মাঝমাঠে স্কালোনির ভরসা রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিওরা। আক্রমণভাগে মেসির নেতৃত্বে দিবালা ও দি মারিয়া ছাড়াও রয়েছেন লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরোনিমো রুলি
ডিফেন্ডার : নহেল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত
মিডফিল্ডার: রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিও
ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া, পাওলো দিবালা, লিওনেল মেসি
কোচ : লিওনেল স্কালোনি