সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরেই মেসি ম্যাজিক

sushovan mukherjee |

Jan 28, 2021 | 11:16 AM

সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরেই মেজাজে লিওনেল মেসি। কামব্যাক ম্যাচেই গোল পেলেন এলএমটেন। রায়ো ভালেকানোর বিরুদ্ধে পিছিয়ে পরেও জিতল বার্সেলোনা। ২-১ গোলে জিতে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রোনাল্ড কোম্যানের দল।

1 / 5
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর,দ্বিতীয়ার্ধে ফ্রান গার্সিয়ার গোলে এগিয়ে যায় রায়ো ভালেকানো

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর,দ্বিতীয়ার্ধে ফ্রান গার্সিয়ার গোলে এগিয়ে যায় রায়ো ভালেকানো

2 / 5
৬ মিনিটের মধ্যেই মেসির গোলে সমতা ফেরায় বার্সেলোনা

৬ মিনিটের মধ্যেই মেসির গোলে সমতা ফেরায় বার্সেলোনা

3 / 5
৮০ মিনিটে মেসির পাস থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফ্রাঙ্কি ডি জঙ

৮০ মিনিটে মেসির পাস থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফ্রাঙ্কি ডি জঙ

4 / 5
রায়ো ভালেকানোকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন মেসিরা

রায়ো ভালেকানোকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন মেসিরা

5 / 5
৩০ বার কোপা জিতেছে ক্যাটালান ক্লাব।ছবি-বার্সেলোনা টুইটার।

৩০ বার কোপা জিতেছে ক্যাটালান ক্লাব।ছবি-বার্সেলোনা টুইটার।

Next Photo Gallery