প্রথম জয়ের খোঁজে বেঙ্গালুরু এফ সি

sushovan mukherjee |

Dec 04, 2020 | 1:17 PM

আইএসএলে আজ বেঙ্গালুরু এফ সি বনাম চেন্নাইয়ান এফ সি।

প্রথম জয়ের খোঁজে বেঙ্গালুরু এফ সি
চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতিতে বেঙ্গালুরু এফ সি। ছবি-বেঙ্গালুরু এফ সি-র টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল:আইএসএলে আজ দক্ষিণের ডার্বি। ব্যাম্বোলিমে বেঙ্গালুরু এফ সি-র মুখোমুখি চেন্নাইয়ান এফ সি। ২ ম্যাচ হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেননি সুনীল ছেত্রীরা। প্রথম দুটো ম্যাচেই ড্র করেছে বেঙ্গালুরু। তাই চেন্নাইয়ানকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখতে মরিয়া ২০১৭-এর আইএসএল চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরুর থেকে কিছুটা ভাল জায়গায় থেকে নামছে চেন্নাইয়ান। দুটোর ম্যাচের মধ্যে একটাতে জিতেছে তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৫ নম্বরে আছেন অনিরুদ্ধ থাপারা।

পরিসংখ্যান বলছে শুক্রবারের আগে আইএসএলে ৭বার মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু আর চেন্নাইয়ান। ২ দলই তিনবার করে জিতেছে। দুই প্রতিপক্ষের মধ্যে একটা ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

আরও পড়ুন:  নায়ক সেই কৃষ্ণা, তরতর করে এগিয়ে চলেছে মোহনতরী

২ ম্যাচ হয়ে গেলেও এখনও গোল নেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। দক্ষিণের ডার্বিতেই স্কোরশিটে নাম লেখাতে মরিয়া বেঙ্গালুরুর তারকা স্ট্রাইকার।

Next Article