লা লিগা যুব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি। ভারতের প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভবানীপুর। প্রথম বারই অপরাজিত চ্যাম্পিয়ন। মালয়েশিয়ায় হয়েছে এ বারের প্রতিযোগিতা। ১১ জুলাই থেকে শুরু হয়েছিল। এ দিন ছিল ফাইনাল। চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মার মতো সেলিব্রেশন ভবানীপুর ক্য়াপ্টেনের। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ট্রফি নিতে যাওয়ার সময় রিক ফ্লেয়ার স্ট্রুট করতে দেখা যায় রোহিতকে। কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসি, গত আইপিএলে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও এমন করেছিলেন। খুদেদের মধ্যেও যে সেই আনন্দটা ছড়িয়ে পড়েছে, তা পরিষ্কার।
মালয়েশিয়ায় লা লিগা যুব টুর্নামেন্টে ওলে এফসির বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল ভবানীপুর। এরপর জুনিয়র এফসিকে একডজন গোলে হারায় কলকাতার এই অ্যাকাডেমি। নান্দা ফুটসল অ্যাকাডেমির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়। লেস্তারি জুনিয়র এফসিকে ২-০ ব্যবধানে হারায় ভবানীপুর। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে চারটিই জয়। কোনও গোল খায়নি ভবানীপুর। গোল করেছে ২১টি!
প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ডেস্টিনি অ্যাকাডেমিকে ৫-০ ব্যবধানে হারায় ভবানীপুর। সেমিফাইনালে লেস্তারি জুনিয়র এফসির বিরুদ্ধে ১-০ জয়। ফাইনালে ভবানীপুরের প্রতিপক্ষ ছিল ভাচিরালাই ইউনাইটেড। ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন ভবানীপুর। ট্রফি নিয়ে সেলিব্রেশন ছিল দেখার মতো। ট্রফি নেওয়ার সময় অবশ্য নয়। টিমের বাকি সতীর্থরা অপেক্ষা করছিলেন সেলিব্রেশনের জন্য। ট্রফি নিয়ে তাদের দিকে রোহিতের মতোই হেঁটে গেলেন ভবানীপুর অ্যাকাডেমি ক্যাপ্টেন।