AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CFL 2023, East Bengal: সুপার সিক্সের দৌড়ে থাকা এরিয়ানের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের

Calcutta Football League: এখনও অবধি ১০টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে ৭টি জয়। বাকি তিন ম্যাচ ড্র। এ দিন এরিয়ানের বিরুদ্ধে জিতে সুপার সিক্সে নিশ্চিত ইস্টবেঙ্গল। তেমনই রাস্তা কঠিন হল এরিয়ানের।

CFL 2023, East Bengal: সুপার সিক্সের দৌড়ে থাকা এরিয়ানের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের
Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 5:24 PM
Share

কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে এ বারের টুর্নামেন্টে গ্রুপে শীর্ষস্থান আরও মজবুত করল ইস্টবেঙ্গল। এ দিন এরিয়ান ক্লাবকে ২-০ ব্যবধানে হারাল লাল-হলুদ। সুপার সিক্সের দৌড়ে রয়েছে এরিয়ান ক্লাব। নৈহাটি স্টেডিয়ামে তাদের বিরুদ্ধে জিতলেও ইস্টবেঙ্গলকে চিন্তায় রাখল রক্ষণ ভাগ। গ্রুপ পর্বে অপরাজিত তকমা ধরে রাখল ইস্টবেঙ্গল। এ বারের লিগে এখনও অবধি ১০টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে ৭টি জয়। বাকি তিন ম্যাচ ড্র। এ দিন এরিয়ানের বিরুদ্ধে জিতে সুপার সিক্সে নিশ্চিত ইস্টবেঙ্গল। তেমনই রাস্তা কঠিন হল এরিয়ানের। ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইস্টবেঙ্গলের গোলে এ দিন খেলেন আদিত্য পাত্র। এ বারের লিগে অন্যতম সেরা গোলরক্ষক আদিত্য। হাতে গোনা কয়েক ম্যাচই মিস করেছেন। এরিয়ানের বিরুদ্ধে আদিত্য পাত্র না থাকলে ইস্টবেঙ্গল হাসি মুখে মাঠ ছাড়তে পারত কিনা সন্দেহ রয়েছে। এরিয়ান এফসি ধারাবাহিক ভালো খেলছিল। তাদের বিরুদ্ধে গোলের মুখ খুলতে ঘাম ঝরাতে হল ইস্টবেঙ্গল আক্রমণ ভাগকে। অবশেষে গোলের মুখ খুলল প্রথমার্ধের অ্যাডেড টাইমে। অনবদ্য গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন টিকে। তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন সিকে অমন। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে এরিয়ান ক্লাব। তাদের গোল না পাওয়াটাই বরং অপ্রত্যাশিত। এর জন্য ইস্টবেঙ্গলের কৃতিত্ব প্রাপ্য গোলরক্ষক আদিত্য পাত্রর। রক্ষণ ভাগ বেশ কয়েক বার অস্বস্তিতে ফেললেও ভরসা দেন আদিত্য। ম্যাচের সেরার পুরস্কার অবশ্য জিতে নিয়েছেন লাল-হলুদকে এগিয়ে দেওয়া জেসিন টিকে। তাঁর গোলটি অনবদ্য।