CFL 2023: টানা দ্বিতীয় ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, জিতল রেনবো
Calcutta Football League: গত ম্যাচে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে জিতলেও চিন্তা ছিল রক্ষণ ভাগ। তবে এ দিন খিদিরপুর এসসির বিরুদ্ধে ক্লিনশিট রেখেই জিতল ইস্টবেঙ্গল।
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে প্রথম ম্যাচ ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল। গত ম্যাচে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে জিতলেও চিন্তা ছিল রক্ষণ ভাগ। তবে এ দিন খিদিরপুর এসসির বিরুদ্ধে ক্লিনশিট রেখেই জিতল ইস্টবেঙ্গল। খিদিরপুরের বিরুদ্ধে জয়ের ব্যবধান ২-০। কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং অন্যান্য ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয়। তবে শট লক্ষ্যে থাকছিল না। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তুহিন দাস। ম্যাচের ৩২ মিনিটে বক্সের কোনা থেকে তুহিনের জোরালো শট প্রতিপক্ষের জালে। রক্ষণ ভাগ এবং গোলকিপারের কাছে কোনও সুযোগই ছিল না সেই শট আটকানোর। ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষর গোলমুখ কিছুতেই খুলতে পারছিল না ইস্টবেঙ্গল। মনে হয়েছিল, এক গোলেই মাঠ ছাড়তে হবে লাল-হলুদকে। একের পর এক চেষ্টা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আসে দ্বিতীয় গোল। বক্সের সামনে থেকে ডিফেন্সের মাঝ বরাবর শট নেন শ্যামল বেসরা। এক্ষেত্রেও দর্শকের ভূমিকায় খিদিরপুর ডিফেন্স। তবে ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করেছে, আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারত।
লিগের অন্য ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ১-০ ব্যবধানে হারাল রেনবো অ্যাথলেটিক ক্লাব। ম্যাচের একমাত্র গোলটি করেন ময়দানের অতি পরিচিত স্ট্রাইকার পঙ্কজ মৌলা। একটা সময় মোহনবাগানে খেলেছেন পঙ্কজ। তাঁর গোলেই তিন পয়েন্ট রেনবোর ঝুলিতে। আর এক ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও ড্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের। বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে সুব্রত বিশ্বাসের গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দ্বিতীয়ার্ধে বিএসএস-এর হয়ে হয়ে সমতা ফেরান ময়দানের অভিজ্ঞ ফুটবলার দীপেন্দু দোয়ারি। ১-১ স্কোর লাইনেই শেষ হয় এই ম্যাচ।