CFL 2023: গোল করেই রোনাল্ডো সেলিব্রেশন, জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ডহারবার এফসির

Calcutta Football League: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশন সুপ্রিয় পন্ডিতের। নির্ধারিত সময় কিংবা অ্যাডেড টাইমে আর কোনও গোল হয়নি।

CFL 2023: গোল করেই রোনাল্ডো সেলিব্রেশন, জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ডহারবার এফসির
Image Credit source: IFA

Jun 25, 2023 | 10:00 PM

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হল এ দিন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডায়মন্ডহারবার এফসি ও সাদার্ন সমিতি। অনবদ্য জয়ে অভিযান শুরু সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের টিম ডায়মন্ডহারবার এফসির। সাদার্ন সমিতিকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। যদিও ম্যাচের গতিপ্রকৃতি মোটেও তেমন ছিল না। বিরতির পরই যেন সব বদলে গেল। কলকাতা প্রিমিয়ার লিগে ডায়মন্ডহারবার এফসি বনাম সাদার্ন সমিতি ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

কিশোরভারতী স্টেডিয়ামে লেজার শো, নাচে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হয়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হয় খেলা। মাঠ খারাপ হওয়ার ঝুঁকি এড়ানো এবং প্লেয়াররা যাতে গুরুতর চোট না পায়, সে কারণেই খেলা শুরুর জন্য কিছুটা অপেক্ষা করেন অফিসিয়ালরা। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখা যায় সাদার্ন সমিতির। বল পজেশন হোক বা আক্রমণ। অনেকটাই এগিয়ে ছিল সাদার্ন সমিতি। ডায়মন্ডহারবারের তুলনায় অনেক বেশি সুযোগ তৈরি এবং গোলমুখী বেশ কিছু শটও নেয় সাদার্ন। যদিও খাতা খুলতে ব্যর্থ। সুযোগ কাজে লাগাতে না পারলে কী হয়, দ্বিতীয়ার্ধেই টের পেল সাদার্ন সমিতি।

ডায়মন্ডহারবার এফসির কোচ কিবু ভিকুনা। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন। কলকাতা ময়দান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তেমনই সাদার্ন সমিতির কোচ রঞ্জন ভট্টাচার্যর অভিজ্ঞতাও কম নয়। কিন্তু মগজাস্ত্রে শেষ দিকে বাজিমাত ভিকুনারই। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করেন ডায়মন্ডহারবার এফসি কোচ। সেই পরিবর্তন দুটো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় ডায়মন্ডহারবার এফসি। বাঁ দিক থেকে আক্রমণে ওঠে ডায়মন্ডহারবার। আইজল এফসি থেকে কলকাতা ময়দানে আসা জেরেমি ক্রস তোলেন। ফ্লাইং হেডে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন সুপ্রতিক বাড়ুই। খেলার গতির বিপরীতেই এগিয়ে যায় ডায়মন্ডহারবার এফসি। এক গোল কখনও সুরক্ষিত নয়। স্কোরলাইন ২-০ করতে খুব বেশি সময় নেয়নি ডায়মন্ডহারবার এফসি। বক্সের বাঁ দিকে থ্রু বল পান সুপ্রিয় পন্ডিত। গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল জড়ান সুপ্রিয়। এরপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশন সুপ্রিয় পন্ডিতের। নির্ধারিত সময় কিংবা অ্যাডেড টাইমে আর কোনও গোল হয়নি। ২-০ ব্যবধানে জিতে এ বারের লিগে খাতা খুলল ডায়মন্ডহারবার এফসি।