AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copa America 2021: সুয়ারেজদের বিরুদ্ধে জয়ের খোঁজে মেসির আর্জেন্তিনা

এডিনসন কাভানি-লুই সুয়ারেজ জুটিকে সামনে রেখেই ছক কষছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। মেসিকে রুখতে থাকছে আলাদা পরিকল্পনা। একদিকে মেসি, অন্যদিকে সুয়ারেজ। সেয়ানে সেয়ানে টক্করের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

Copa America 2021: সুয়ারেজদের বিরুদ্ধে জয়ের খোঁজে মেসির আর্জেন্তিনা
Copa America 2021: সুয়ারেজদের বিরুদ্ধে জয়ের খোঁজে মেসির আর্জেন্তিনা
| Updated on: Jun 18, 2021 | 10:20 PM
Share

ব্রাজিল (Brazil) অশ্বমেধের ঘোড়া। ইউরোয় (Euro) রোনাল্ডোর (Ronaldo) পর্তুগালও (Portugal) দাপট দেখিয়েছে। চাপ ক্রমশ বাড়ছে। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে কোনও ট্রফি নেই। এই বদনাম ঘোচাতে মরিয়া লিওনেল মেসি (Lionel Messi)। অথচ তাঁর দল আর্জেন্টিনার (Argentina) পারফরম্যান্স মোটেই আশা জোগাচ্ছে না। চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ৩ পয়েন্ট হাতছাড়া করতে হয়েছে। মেসির বিশ্বমানের গোলের মূল্য রাখতে পারেননি ওটামেন্ডিরা। চিলি ম্যাচের ব্যর্থতা ভুলতে না ভুলতে এ বার নয়া চ্যালেঞ্জ।

শনি ম্যাচের ক্যাচলাইন লিওনেল মেসি বনাম লুই সুয়ারেজ। দুই বন্ধুর লড়াই। মাঠের বাইরে মেসি আর সুয়ারেজ যেন হরিহর আত্মা। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় দুজনেই পরিবার নিয়ে ঘুরতে যেতেন। সুয়ারেজের বার্সা ছাড়ার মুহূর্ত মেনে নিতে পারেননি মেসি। সেই আক্ষেপ বরাবরই করেছেন এলএম টেন। গত মরসুম থেকেই ক্লাব জার্সিতে একে অপরের শত্রু। দেশের জার্সিতে সুয়ারেজের উরুগুয়ের বিরুদ্ধে জ্বলে ওঠার বাড়তি চ্যালেঞ্জ লিওনেল মেসির। শেষ ৩ ম্যাচে জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটি ম্যাচ ড্রয়ের পর চিলির কাছেও আটকে যায় নীল-সাদা ব্রিগেড।

এখনও পর্যন্ত ১৮৯ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। তার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৮৭ বার। উরুগুয়ে জিতেছে ৫৭ বার। ম্যাচ অমীমাংসিত ৪৫ বার।

গত ম্যাচে ডি মারিয়াকে পরিবর্ত হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ের বিরুদ্ধে শুরু থেকে তাঁকে খেলানোর ভাবনা। রক্ষণে নামাতে পারেন রোমেরোকে। গত ম্যাচে আপফ্রন্টে দাগ কাটতে পারেননি মার্টিনেজ। তাঁকে খেলাবেন নাকি আগুয়েরোকে শুরুতে রাখবেন তা ম্যাচের আগেই ঠিক করবেন স্কালোনি। চিলির বিরুদ্ধে গোল নষ্টের প্রদর্শনী দেখান গঞ্জালেজরা।

এডিনসন কাভানি-লুই সুয়ারেজ জুটিকে সামনে রেখেই ছক কষছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। মেসিকে রুখতে থাকছে আলাদা পরিকল্পনা। একদিকে মেসি, অন্যদিকে সুয়ারেজ। সেয়ানে সেয়ানে টক্করের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

আরও পড়ুন: Copa America: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত