AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copa America: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত

কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোপা আমেরিকাকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আর সেই টুর্নামেন্টে তার দল অশ্বমেধের ঘোড়া। টানা ৮ ম্যাচ অপরাজিত নেইমরাররা।

Copa America: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত
Copa America: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত
| Updated on: Jun 18, 2021 | 10:29 AM
Share

ব্রাজিল (৪) পেরু (০)

(অ্যালেক্স স্যান্ড্রো ১২, নেইমার ৬৮, ওভারটন রিবেইরো ৮৯, রিচার্লিসন ৯০+৩)

অপ্রতিরোধ্য ব্রাজিলকে (Brazil) থামানো যাচ্ছে না। গতবারের কোপা (Copa America) চ্যাম্পিয়নরা এ বারও দুরন্ত ছন্দে। জয়ের সুবাদে শেষ আটের পথ প্রশস্ত করল ব্রাজিল। খেলার শুরু থেকেই মাঠে ঝড় তুললেন নেইমাররা। খেলার বারো মিনিটে অ্যালেক্স স্যান্ড্রোর গোলে এগিয়ে যায় সেলেকাওরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। আটষট্টি মিনিটে ব্যবধান দুই শূন্য করেন নেইমার। বাকি দুটি গোল এভার্টন আর রিচার্লিসনের।

কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোপা আমেরিকাকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আর সেই টুর্নামেন্টে তার দল অশ্বমেধের ঘোড়া। টানা ৮ ম্যাচ অপরাজিত নেইমরাররা। ৮ ম্যাচে ২৬ গোল করেছে তিতের ছেলেরা। এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে ব্রাজিলের কোচকে।

এ দিনের গোলের সুবাদে জাতীয় দলের হয়ে ৬৮ গোল করে ফেললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিংবদন্তী পেলেকে ধরতে আর মাত্র ৯ ধাপ দূরে তিনি। নেইমারের খেলা দেখে উচ্ছ্বসিত পেলে সোশ্যাল নেটওয়ার্কে বলেন, “আমি এই ছেলেটাকে সবসময় হাসতে দেখি। পাল্টা না হাসাটা অস্বাভাবিক। এটা যেন ছোঁয়াচে। প্রত্যেক ব্রাজিলিয়ানদের মতো আমিও ওকে খেলতে দেখে আনন্দ পাই। আজ ও আরও আমার রেকর্ডের কাছে এসে দাঁড়াল। ওকে দেখে প্রথম দিনের মতোই প্রাণবন্ত মনে হয়।”

যে ছন্দে সাম্বা ম্যাজিক চলছে তাতে এ বারও নেইমারদের থামানো মুসকিল হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে তৎপর নেইমাররাও। মাঝে লম্বা বিরতি। আবার বৃহস্পতিবার কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

আরও পড়ুন: Copa America 2021: পেরুর বিরুদ্ধে আলিসনের বদলে খেলবেন এডারসন