Copa America 2021: পেরুর বিরুদ্ধে আলিসনের বদলে খেলবেন এডারসন
শুক্রবার ভোর রাতে পেরুর বিরুদ্ধে কোপার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এই পেরুকে হারিয়েই দু'বছর আগে কোপা জিতেছিল ব্রাজিল।
রিও দে জেনেইরো: পেনাল্টি থেকে গোল। গাবিগোলের জন্য গোলের রাস্তা তৈরি করা। ছ’টা দুরন্ত ড্রিবল। ভেনেজুয়েলা ম্যাচে এই ছিল নেইমার ঝলক। আবার কোপার স্বপ্নে ব্রাজিলের (Brazil) সবচেয়ে আলোচিত নাম সেই নেইমারই। কোচ তিতে থেকে শুরু করে টিমের প্লেয়াররা, চাইছেন ফর্মের তুঙ্গে থাকুন নেইমার। তা হলে দ্বিতীয়বার কোপা (Copa America) জিততে সুবিধা হবে ব্রাজিলের।
শুক্রবার ভোর রাতে পেরুর (Peru) বিরুদ্ধে কোপার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এই পেরুকে হারিয়েই দু’বছর আগে কোপা জিতেছিল ব্রাজিল। ওই পেরু সে বার চমকে দেওয়া পারফরম্যান্স করেছিল। কিন্তু এ বারের পেরু অনেক পিছিয়ে থাকা একটা টিম। তার উপর আবার করোনার কোপে রীতিমতো বিপর্যস্ত। ব্রাজিল কোচ তিতে তাই এই ম্যাচেও ঝুঁকিহীন ফুটবল চাইলেও পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। কারণ, তাঁর মাথায় ঘুরছে কাতার বিশ্বকাপ। এখন থেকেই বিশ্বকাপের টিম গড়ে নিতে চাইছেন তিনি।
আজ পেরুর বিরুদ্ধে একটা বদল থাকছেই ব্রাজিল টিমে। আলিসনের বিরুদ্ধে সিটির কিপার এডারসনকে খেলানোর কথা ভাবছেন তিতে। যা নিয়ে তিনি বলছেন, ‘টিমে যে তিনজন কিপার রয়েছে, তারা প্রত্যেকে হাই লেভেলের। দু’জন তো এই মুহূর্তে বিশ্বের সেরা। তিনজন কিপারকে নিয়েই আমরা কাজ করছি। উয়েভার্টনকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে, পেরু ম্যাচের জন্য আমরা এডারসনকে খেলানোর কথাই ভাবছি।’
কোপায় ব্রাজিলের দাপট অব্যাহত। ঘরের মাঠে টানা সাতটা ম্যাচ হারেননি নেইমাররা। তবে, এই পেরুর কাছেই ২০১৬ সালের কোপায় হেরে গিয়েছিল ব্রাজিল। সে কথা মাথাতেও রাখছেন তিতে। আবার ব্রাজিলের মাঠে কোপার কথা যদি ধরা হয়, তা হলে ১৯৭৫ সালে এই পেরুর কাছেই ১-৩ হেরেছিল তারা। তার পর থেকে অবশ্য টানা ২১টা ম্যাচ অপরাজিত ব্রাজিল।
যতই পেরু বদলের মধ্যে দিয়ে যাক, ব্রাজিল অবশ্য হালকা নিচ্ছে না। আজ দ্বিতীয় ম্যাচ জিতে নকআউটের রাস্তা আরও মসৃণ করতে চাইছেন নেইমাররা।