AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: শুনানি পর্বে কীভাবে চলবে কাজ? শুরু হয়ে গেল মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং

| Updated on: Dec 24, 2025 | 3:05 PM
Share

Live Updates: এদিনই ৪ হাজাররে বেশি মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক মাইক্রো অবজার্ভার ২ ঘণ্টা করে সময় পাবেন প্রশিক্ষণের জন্য। তাঁদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দফতর থেকে বরিষ্ঠ আধিকারিকরা এসেছেন।

West Bengal News Today Live: শুনানি পর্বে কীভাবে চলবে কাজ? শুরু হয়ে গেল মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং
শুরু হয়ে গেল ট্রেনিং Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 24 Dec 2025 03:05 PM (IST)

    বড় হুঙ্কার বিজেপির

  • 24 Dec 2025 11:58 AM (IST)

    ওয়াচ টাওয়ার থেকে কুইক রেসপন্স টিম, বড়দিনে সতর্ক কলকাতা পুুলিশ

    বাংলাদেশে হিংসার আঁচ যাতে কলকাতায় না পড়ে, তার জন্য সতর্ক থাকতে কয়েকদিন আগেই পুলিশকর্মীদের বার্তা দিয়েছিলেন কলকাতার নগরপাল। আবার কিছুদিন আগে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ হয়। এই আবহে বড়দিনের উৎসবে মানুষ যাতে নির্বিঘ্নে মেতে উঠতে পারে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে লালবাজার। বড়দিনের উৎসবের সময় কলকাতার রাস্তায় থাকবেন প্রায় ১৫০০ পুলিশকর্মী। বিভিন্ন জায়গায় থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ একাধিক অফিসার।

    বিস্তারিত: বড়দিনে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ, রাস্তায় থাকবেন ১৫০০ পুলিশকর্মী

  • 24 Dec 2025 11:55 AM (IST)

    পঞ্চায়েত অফিসে মহিলাকে প্রধানকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ

    Gram Panchayat Head Beaten

    পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল

    তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি রাজারহাট নিউটাউনের পাথরঘাটার। প্রধানকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানার পুলিশ। অন্যদিকে, প্রধানের বিরুদ্ধে সরব হয়েছে অভিযুক্ত পরিবার। তাদের দাবি, প্রধান বাড়ি করতে বাধা দিচ্ছেন। প্রধানই প্রথম মারধর করেন বলে অভিযোগ।

    • একটি জমিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের চকপাচুরিয়া মণ্ডল পাড়ার বাসিন্দা কৃষ্ণা মণ্ডল ওই জমির সরকারি পাট্টা পেয়েছিলেন। তারপর সেই জমিতে বাড়ি করছিলেন।
    • কৃষ্ণা মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত সদস্য দীপু মণ্ডল, পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল এবং প্রধানের স্বামী শশাঙ্ক মণ্ডল নির্মাণ কাজে বাধা দিচ্ছেন।
    • আদালতের দ্বারস্থ হন কৃষ্ণা মণ্ডল। আদালতের নির্দেশ মেনে ফের নির্মাণকাজ শুরু করতেই পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয়।
    • গতকাল পঞ্চায়েত অফিসে প্রধান পিঙ্কি মণ্ডলের সঙ্গে কৃষ্ণা মণ্ডলের পরিবারের বচসা বাধে। অভিযোগ, সেইসময় কৃষ্ণার ছেলে মোবাইলে ভিডিয়ো করতে গেলে প্রথমে চড়াও হন পিঙ্কি মণ্ডল। তখন পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
  • 24 Dec 2025 10:30 AM (IST)

    কতক্ষণ চলবে ট্রেনিং?

    এদিনই ৪ হাজাররে বেশি মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক মাইক্রো অবজার্ভার ২ ঘণ্টা করে সময় পাবেন প্রশিক্ষণের জন্য। তাঁদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দফতর থেকে বরিষ্ঠ আধিকারিকরা এসেছেন। শুনানি পর্বে কীভাবে গোটা দায়িত্ব পালন করা হবে তা বোঝানো হবে মাইক্রো অবজার্ভারদের।Sir 2

কলকাতা: রাজ্যের সব জেলার মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং হচ্ছে নজরুল মঞ্চে। দুই পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে মাইক্রো অবজারভারদের। দু’ঘণ্টা করে চলবে ট্রেনিং সেশন। প্রথমার্ধে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির মাইক্রোঅবজার্ভাররা থাকবেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দূরের জেলা থেকে আসবেন প্রশিক্ষণ নিতে। যারা প্রশিক্ষণ নেবেন প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি ও কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে। 

Published On - Dec 24,2025 10:29 AM