AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copa America 2024: মেসির মায়ামিতে ফাইনাল, একাধিক চমকের সঙ্গে ঘোষণা কোপা আমেরিকার সময়সূচি

Copa America venues: ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। নতুন বছরের ২০ শে জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের মেগা ইভেন্ট কোপা আমেরিকা ২০২৪। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আটলান্টার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২১ শে জুন। এই ম্যাচে টেক্সাসে মুখোমুখি হবে বাছাই পর্বে গ্রুপ এ পর্বের দ্বিতীয় ও তৃতীয় জয়ী দল। ব্রাজিল রয়েছে গ্রুপ ডিতে। ২৪ শে জুলাই ক্যালিফর্নিয়ায় গ্রুপ ডি পর্বের চতুর্থ দলের বিরুদ্ধে খেলবে ব্রাজিল।

Copa America 2024: মেসির মায়ামিতে ফাইনাল, একাধিক চমকের সঙ্গে ঘোষণা কোপা আমেরিকার সময়সূচি
কোপা আমেরিকা ২০২৪Image Credit: ছবি: X
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 7:01 PM
Share

নয়াদিল্লি: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ২০২৪ কোপা আমেরিকার (Copa America 2024)  সময়সূচি। রয়েছে আরও চমক। এ বারের কোপা আমেরিকাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বাড়ানো হয়েছে অংশগ্রহনকারী দলের সংখ্য়া। লাতিন আমেরিকা ছাড়া মধ্য ও উত্তর আমেরিকার পাশাপাশি ক্যারাবিয়ান অঞ্চল থেকে এই টুর্নামেন্টে যোগ দেবে আরও ছয়টি দেশ। মোট ১৬ টি দলের মধ্যে হবে লড়াই। লিওনেল মেসির (Lionel Messi)  মায়ামিতে (Miami) হবে ফাইনাল। আর কোথায় কোথায় খেলা হবে? হাতে এসেছে সম্পূর্ন সময়সূচি। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। নতুন বছরের ২০ শে জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের মেগা ইভেন্ট কোপা আমেরিকা ২০২৪। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আটলান্টার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২১ শে জুন। এই ম্যাচে টেক্সাসে মুখোমুখি হবে বাছাই পর্বে গ্রুপ এ পর্বের দ্বিতীয় ও তৃতীয় জয়ী দল। ব্রাজিল রয়েছে গ্রুপ ডিতে। ২৪ শে জুলাই ক্যালিফর্নিয়ায় গ্রুপ ডি পর্বের চতুর্থ দলের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। মেক্সিকো রয়েছে গ্রুপে বিতে। এবং আয়োজক যুক্তরাষ্ট্র রয়েছে গ্রুপে সিতে। মোট ১৬টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে।

ফাইনাল হবে মেসির মায়ামিতে। ১৪ জুলাই ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৪ জুলাই থেকে। হাউস্টন, আরলিংটন, লাসভেগাস এবং গ্ল্যান্ডেলে হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ।