COPA AMERICA 2021: মেসি ম্যাজিকে কোপায় জয়ের হ্যাটট্রিক
গ্রুপ সেরা হয়েই কোপা আমেরিকার শেষ আটে পৌঁছাল আর্জেন্টিনা (Argentina)। কোপা আমেরিকায় (Copa America) জয়ের হ্যাটট্রিক মেসিদের (Lionel Messi)। টানা ১৭ ম্যাচ অপরাজিত নীল-সাদারা।
আর্জেন্টিনা ৪ : বলিভিয়া ১
(মেসি ৩৩ ও ৪২, পাপু গোমেজ ৬, মার্টিনেজ ৬৫) (এরউইন ৬০)
কুইয়াবা: রেকর্ডের দিনে জ্বলে উঠলেন লিওনেল মেসি (Lionel Messi)। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এলএম টেন (LM 10)। জেভিয়ের মাসচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডকে টপকে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। আর জাতীয় দলের জার্সিতে এই কীর্তি গড়ার দিনেই ঝলমলে মেসি। দুটো গোল করলেন আর একটা করালেন।
গ্রুপ সেরা হয়েই কোপা আমেরিকার শেষ আটে পৌঁছাল আর্জেন্টিনা (Argentina)। কোপা আমেরিকায় (Copa America) জয়ের হ্যাটট্রিক মেসিদের (Lionel Messi)। টানা ১৭ ম্যাচ অপরাজিত নীল-সাদারা।
আরও পড়ুন: EURO 2020 : একদিনে মৃত্যু ১১০, তবুও সেন্ট পিটার্সবার্গে হবে ইউরোর ম্যাচ
শেষ আট আগেই নিশ্চিত হয়েছিল। নিয়মরক্ষার ম্যাচেও মাঠে নামেন মেসি-আগুয়েরোরা। খেলার ৬ মিনিটে পাপু গোমেজের গোলে শুরু। মেসির ঠিকানা লেখা পাস আর সেখান থেকে গোল পাপু গোমেজের। ৩৩ মিনিটে পাপু গোমেজকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে ব্যবধান ২-০ করেন লিওনেল মেসি।
¡FINAL DEL PARTIDO! @Argentina venció 4-1 a @laverde_fbf con goles de Alejandro Gómez, dos de Lionel Messi y uno de Lautaro Martínez. Erwin Saavedra marcó el descuento
?? Bolivia ? Argentina ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/K1qD47CakS
— Copa América (@CopaAmerica) June 29, 2021
৪২ মিনিটে আগুয়েরোর থ্রু। গোলকিপারকে এগিয়ে আসতে দেখেই মাথার ওপর দিকে লব করে বল জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ১৭ ম্যাচ পর সেট পিস ছাড়া গোল পেলেন এলএম টেন। সেইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ৭৫ গোল করে প্রথম নয়ে ঢুকে পড়লেন লিওনেল মেসি। পেলেকে ছুঁতে আর মাত্র ২ ধাপ দূরে তিনি।
?? Ali Daei, 109 ?? Cristiano, 109 ?? Mokhtar Dahari, 89 ?? Ferenc Puskas, 84 ?? Godfrey Chitalu, 79 ?? Hussein Saeed, 78 ?? Pele, 77 ?? Ali Mabkhout, 76 ?? Sandor Kocsis, 75 ?? Kunishige Kamamoto, 75 ?? Bashar Abdullah, 75 ?? Lionel Messi, 75
? The joint-9th top men’s scorer! pic.twitter.com/i6pwe8DBmH
— FIFA.com (@FIFAcom) June 29, 2021
দ্বিতীয়ার্ধের বলিভিয়া ব্যবধান কমালেও ৫ মিনিট বাদে ফের গোল করে আর্জেন্টিনা। বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লৌটারো মার্টিনেজ। আর্জেন্টিনা গোলের আরও সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়েনি। রবিবার সকালে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা।