১৩ জুন শুরু কোপা, প্রথম দিনই মাঠে মেসিরা
এবারের কোপায় অংশ নেবে দশটি দল। নেইমারের (Neymar) ব্রাজিল (Brazil) ও মেসির (Messi) আর্জেন্তিনা (Argentina) থাকছে আলাদা গ্রুপে।
১৩ জুন থেকে শুরু হচ্ছে কোপা (COPA) আমেরিকা। প্রথম দিন আর্জেন্তিনার মনুমেন্টাল স্টেডিয়ামে নামছে মেসির (MESSI) আর্জেন্তিনা (ARGENTINA)। প্রতিপক্ষ চিলি। এ বারের টুর্নামেন্ট হবে ১০ দলের। অস্ট্রেলিয়া ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কোপা খেলার কথা থাকলেও তারা নাম তুলে নিয়েছে। কারণ, কোপা ও এশিয়ার দেশগুলির বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ প্রায় একই সময়ে। তাই নাম তুলে নিয়েছে এএফসির অন্তর্গত এই দুই দেশ। দশ টিমের কোপার যা সূচি, ব্রাজিল-আর্জেন্তিনা কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হতে পারে।
La CONMEBOL @CopaAmerica 2021 ya tiene fixture definitivo ⚽️?⬇️
? https://t.co/NVXSNVLM3O #CopaAmérica #VibraElContinente pic.twitter.com/laVXpUMkVf
— CONMEBOL.com (@CONMEBOL) March 15, 2021
৪৭তম কোপা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০তে। কিন্তু করোনা আবহে একাধিক টুর্নামেন্টের মত বিশ্বে সব থেকে প্রাচীন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টও এক বছর পিছিয়ে যায়। একবছর পিছিয়ে ২০২১ সালে হচ্ছে কোপা। আর এ বারই প্রথম দুই দেশে অনুষ্ঠিত হবে কোপা। যৌথ ভাবে টুর্নামেন্ট আয়োজন করবে আর্জেন্তিনা ও কলোম্বিয়া। টুর্নামেন্টের দশটি দলকে ভাগ করে হয়েছে দুটি গ্রুপে।
আরও পড়ুন: অলিম্পিক মশাল দৌড়ে নেই জনতা
গ্রুপ এ’তে রয়েছে ব্রাজিল, কলোম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা। গ্রুপ বি’তে আছে, আর্জেন্তিনা, বলিভিয়া,চিলি,প্যারাগুয়ে ও উরুগুয়ে। টুর্নামেন্টের প্রথম দিন নামছে আর্জেন্তিনা। দ্বিতীয় দিন মাঠে নামবে ব্রাজিল (BRAZIL)। নেইমারদের (NEYMAR) প্রতিপক্ষ ভেনেজুয়েলা। টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ জুলাই।