৩০ পেরিয়ে ৩০০..

এএস রোমার বিরুদ্ধে ১১ ম্যাচে ৯ গোল করলেন রোনাল্ডো

৩০ পেরিয়ে ৩০০..

|

Feb 07, 2021 | 4:12 PM

ইতালি: বয়স যত বাড়ছে, রোনাল্ডো ততই বিধ্বংসী হচ্ছেন। দু’দিন আগে সাইত্রিশে পা দিয়েছেন সিআর সেভেন। শনিবার রাতে রোমার বিরুদ্ধে গোল করে বার্থডে সেলিব্রেশন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিরিশ বছর বয়সের পর ক্লাব আর দেশের জার্সিতে ৩০০টি গোল করার নজির গড়লেন সিআর সেভেন। ৩২৬ ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করলেন রোনাল্ডো। ম্যাচে ২-০ গোলে রোমাকে হারাল জুভেন্তাস।

খেলার ১৩ মিনিটে গোল করে মাইলস্টোন স্পর্শ করেন রোনাল্ডো। রোমার বিরুদ্ধে এই নিয়ে ৯টা গোল করলেন পর্তুগিজ তারকা। ইতালির বিখ্যাত ক্লাবটির বিরুদ্ধে ২টো অ্যাসিস্টও রয়েছে তারা। ৩০ বছরে পা দেওয়ার আগে ক্লাব আর দেশের জার্সি মিলিয়ে মোট ৭১৮টি ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো। তার মধ্যে ৪৬৩টি গোল করেছিলেন সিআর সেভেন।

আরও পড়ুন:অনুশীলন শুরু সামির,ফিরতে পারেন তৃতীয় টেস্টে