
বিশ্বকাপ জিতেছে স্পেন। যদিও সেই সোনালি সময় দীর্ঘস্থায়ী হয়নি। কাতার বিশ্বকাপে লুইস এনরিকে একঝাঁক অভিজ্ঞ ফুটবলারকে বাদ দেওয়ায় স্প্যানিশ ফুটবলে হইচই বেঁধে গিয়েছিল। তরুণ দল নিয়ে হাজির হয়েছিলেন লুইস এনরিকে। দ্বিতীয় বার খেতাব জেতা হয়নি। তারপই চাপ বাড়তে থাকে। ব্যর্থতার দায় নিয়ে ‘পদত্যাগ’ করেন এনরিকে। যদিও তাঁকে যে বরখাস্ত করা হয়েছিল, সেটা পরিষ্কার। স্পেন যুব দলের দায়িত্ব সামলানো লুই দে লা ফুয়েন্তেকে সিনিয়র দলের দায়িত্বে আনা হয়। আজ ট্রফি জয়ের সুযোগ স্পেনের সামনে। তেমনই প্রথম ট্রফি জয়ের সুযোগ জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়ার। লুকা মদ্রিচরা কি পারবেন দেশকে প্রথম ট্রফি এনে দিতে? উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়া বনাম স্পেন ম্যাচের প্রিভিউ বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উয়েফা নেশন্স লিগে অনবদ্য দুটি সেমিফাইনাল দেখেছে ফুটবল বিশ্ব। রটেরডামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ে স্কোর লাইন দাঁড়ায় ২-২। অতিরিক্ত সময়ে জোড়া গোল। ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। শেষ গোলটি করেছিলেন লুকা মদ্রিচ।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইতালি। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে ইতালি বিশ্ব ফুটবলে অবাক পারফর্ম করছে। টানা দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি। যদিও ইউরোপিয়ান টুর্নামেন্টে ভালো পারফর্ম করছিল। নেশন্স লিগের সেমিফাইনালে উঠলেও ফাইনাল নিশ্চিত করতে পারেনি। ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন।
উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেন ও ক্রোয়েশিয়ার কাছে অনবদ্য সুযোগ। সম্মান, ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়নদের জন্য থাকছে ১১.৩ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কারও। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ কোটি টাকা। স্পেন অতীতে বিশ্বকাপ, ইউরো কাপ জিতেছে। ক্রোয়েশিয়ার ঝুলিতে ট্রফি নেই। গত কয়েক বছরে অবশ্য অনবদ্য পারফর্ম করছে ক্রোয়েশিয়া। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠেছিল তারা। ট্রফির ম্যাচে ফ্রান্সের কাছে ৪-২ ব্যবধানে হার। জ্লাতকো দালিচের কোচিংয়ে কাতার বিশ্বকাপেও অনেক স্বপ্ন নিয়ে নেমেছিল। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ হারে ক্রোয়েশিয়া। মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করে ক্রোয়েশিয়া।
নেশন্স লিগের ফাইনালে ক্লান্তি হোক বা অভিজ্ঞতা, বেশ কিছুটা এগিয়ে ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নেমেছিল তারা। পরদিন নেমেছিল স্পেন। তাদের তুলনায় একদিন বেশি বিশ্রাম পেয়েছে ক্রোয়েশিয়া। অভিজ্ঞতাও অনেক। নজর থাকবে অবশ্যই লুকা মদ্রিচের মতো কিংবদন্তি ফুটবলারের দিকে। তবে স্পেনের পাসিং ফুটবলের পরীক্ষায় পাশ করা খুবই কঠিন। ফাইনাল, ভারতীয় সময় রাত ১২.১৫ থেকে। সোনি স্পোর্টস টেন ২, সোনি স্পোর্টস টেন ২ এইচডি-তে সরাসরি।
সম্ভাব্য প্রথম একাদশ: ক্রোয়েশিয়া (৪-৩-৩)-লিভাকোভিচ, জুরানোভিচ, ভিদা, সুতালো, পেরিসিচ, মদ্রিচ, কোভাসিচ, ব্রোজোভিচ, পাসালিচ, ক্রামারিচ, ইভানুসেচ
স্পেন (৪-২-৩-১)- সিমোন, কার্ভাহাল, লে নরম্যান্ড, লাপোর্তে, আলবা, রড্রি, রুইজ, আসেন্সিও, গাবি, ওলমো, মোরাতা