হার্নিং: প্রাক বিশ্বকাপে বড় জয় পেল ডেনমার্ক। মলডোভাকে ৮-০ গোলে উড়িয়ে দিল ডেনমার্ক। আন্তর্জাতিক ম্যাচে প্রথম বার এত বড় ব্যবধানে জয় পেল ড্যানিশরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৭৭ নম্বরে রয়েছে মলডোভা। ডেনমার্কের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। খেলার প্রথমার্ধে ৫টা আর দ্বিতীয়ার্ধে ৩ গোল দেয় ডেনমার্ক।
আরও পড়ুন: ২৪ ম্যাচ অপরাজিত ইতালি
ডেনমার্কের (Denmark) কোচ ক্যাসপার (Kasper Hjulmand) প্রথম এগারোয় ১০টি বদল এনেছিলেন। গোলকিপার স্কেমিচেল (Kasper Schmeichel) ছাড়া বাকি ১০ ফুটবলারই ইসরায়েলের (Israel) বিরুদ্ধে আগের ম্যাচে প্রথম থেকে খেলেননি। সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটেও সফল ডেনমার্কের কোচ। ১৯ মিনিটে ডলবার্গের গোলে শুরুতে এগিয়ে যায় ডেনমার্ক। ২১ আর ২৯ মিনিটে জোড়া গোল করেন মিকেল ড্যামসগার্ড। ৩৫ মিনিটে লার্সেন আর ৩৮ মিনিটে জেনসেন গোল করেন। ৪৮ মিনিটে ফের ডলবার্গ গোল করে ব্যবধান ৬-০ করেন। ৮১ মিনিটে রবার্ট স্কভ আর ৮৯ মিনিটে মার্কাস ডেনমার্কের হয়ে শেষ গোল করেন।
?? Denmark’s biggest talent?
Goals vs Moldova…
⚽️⚽️ Kasper Dolberg
⚽️⚽️ Mikkel Damsgaard
⚽️ Jens Stryger Larsen
⚽️ Mathias Jensen
⚽️ Robert Skov
⚽️ Marcus Ingvartsen#WCQ pic.twitter.com/SMF0mwdgxn— European Qualifiers (@EURO2020) March 29, 2021
অন্য দিকে বুখারেস্টে প্রাক বিশ্বকাপের ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারাল জার্মানি। ম্যাচের ১৬ মিনিটে জার্মানদের হয়ে জয়সূচক গোলটি করেন সার্জ গ্যাবরি। জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে এই নিয়ে ১৫ গোল করলেন তিনি। এ দিনও মানবাধিকারের স্বার্থে বার্তা দিয়ে অভিনব জার্সি পরে খেলেন জার্মান ফুটবলাররা। মানবাধিকার নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নয়া আইনের প্রতিবাদেই এমন অভিনব জার্সি পরে খেলেন জোয়াকিম লো-র ছেলেরা।
⚽️ Gnabry opens the scoring for Germany against Romania! ?
Who’s scoring next? ?#WCQ pic.twitter.com/rFfigw60k1
— European Qualifiers (@EURO2020) March 28, 2021
ঘরের মাঠে অ্যান্ডোরাকে ৩-০ গোলে উড়িয়ে দিল পোল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক রবার্ট লেওনডস্কি। খেলার ৩০ ও ৫৫ মিনিটে গোল করেন পোলিশ সুপারস্টার। ৮৮ মিনিটে পোল্যান্ডের হয়ে অপর গোলটি করেন ক্যারল সুইডারস্কি। ২ ম্যাচে পোল্যান্ডের ঝুলিতে ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ইংল্যান্ড।