ঘটি-বাঙাল রসায়নই তাতাচ্ছে ব্রাইট-মার্সেলিনহোদের

sushovan mukherjee |

Feb 17, 2021 | 6:09 PM

মারগাও: মোহনবাগানের মার্সেলিনহো আর ইস্টবেঙ্গলের ব্রাইট। শুক্রবার ফতোরদায় ডার্বি অভিষেক হতে চলেছে দুই প্রধানের এই দুই বিদেশির। লাল-হলুদে এসেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ ব্রাইট এনোবাখারে। নাইজেরিয়ান স্ট্রাইকারের ম্যাজিকে মুগ্ধ লাল-হলুদ জনতা। এফ সি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের গোলকে বলা হচ্ছে এ বারের আইএসএলের অন্যতম সেরা। সেই ব্রাইট এ বার নামতে চলেছেন ডার্বি যুদ্ধে। সতীর্থদের থেকে শুনেছেন […]

Follow Us

মারগাও: মোহনবাগানের মার্সেলিনহো আর ইস্টবেঙ্গলের ব্রাইট। শুক্রবার ফতোরদায় ডার্বি অভিষেক হতে চলেছে দুই প্রধানের এই দুই বিদেশির। লাল-হলুদে এসেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ ব্রাইট এনোবাখারে। নাইজেরিয়ান স্ট্রাইকারের ম্যাজিকে মুগ্ধ লাল-হলুদ জনতা। এফ সি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের গোলকে বলা হচ্ছে এ বারের আইএসএলের অন্যতম সেরা। সেই ব্রাইট এ বার নামতে চলেছেন ডার্বি যুদ্ধে।

সতীর্থদের থেকে শুনেছেন ঘটি-বাঙালের লড়াইয়ের কথা। করোনা আবহে ফতোরদায় বড় ম্যাচ খেলতে হবে ফাঁকা মাঠে। লাল-হলুদ জনতার হার্টথ্রব ব্রাইট বলছেন, ‘ফ্যানেরা দলের শক্তি। তাই এ রকম একটা ম্যাচে আমরা সবাই সমর্থকদের মিস করব।’ লিগ শীর্ষে থেকে বড় ম্যাচে নামছে মোহনবাগান। পয়েন্টের দিক থেকেও অনেক এগিয়ে হাবাসের দল। সবুজ -মেরুনের সামনে আবার এসিএলে খেলার হাতছানি। সেখানে প্লে অফের স্বপ্ন শেষ লাল-হলুদের। তবে সমর্থকদের জন্য বড় ম্যাচটা জিততে চান ব্রাইট। কিছু না পাওয়ার মরসুমে ডার্বি জয় লাল-হলুদ সমর্থকদের যন্ত্রণায় কিছুটা প্রলেপ দিতে পারে। তাই তরুণ নাইজেরিয়ান স্ট্রাইকার বলছেন, ‘ওদের থেকেও আমাদের বড় ম্যাচ জেতা জরুরি। ৩ পয়েন্ট পাওয়ার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে।’

ব্রাইটের মতোই ডার্বি মঞ্চে শুক্রবার অভিষেক হতে চলেছে মার্সেলিনহোর। চলতি মরসুমে ওড়িশা জার্সিতে প্রথম ইনিংস ভাল যায়নি ব্রাজিলীয় স্ট্রাইকারের। তবে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই যেন চেনা মেজাজে ব্যারেটোর দেশের স্ট্রাইকার। ভারতে বেশ কয়েক বছর থাকার সুবাদে ডার্বি দেখেছেন। বাঙালি সেরা ম্যাচ দেখে এক কথায় অভিভূত হয়ে গিয়েছিলেন। প্রথমবার সেই ম্য়াচের অংশ হতে চলেছেন বলে উত্তেজনায় ফুটছেন মার্সেলিনহো। ডার্বিতে নামা নিয়ে ব্রাজিলীয় স্ট্রাইকার বলছেন, ‘এই ম্যাচে কোনও ভুল করা যাবে না। সবসময় ফোকাস ধরে রাখতে হবে। ডার্বি ডার্বিই। অন্য ম্যাচের থেকে সবসময় আলাদা।

আরও পড়ুন:স্মিথ থেকে সচিনপুত্র, একনজরে আইপিএলের নিলাম

মার্সেলিনহো আসার পর টানা চারটে ম্যাচ জিতেছে সবুজ-মেরুন। রয় আর মার্সেলিনহো জুটি বিপক্ষ ডিফেন্সের ত্রাস হয়ে উঠেছে। ফাউলারের দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সবুজ-মেরুনের আপফ্রন্টকে আটকানো। ফিজির স্ট্রাইকারের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মার্সেলিনহো বলছেন, ‘রয়ের সঙ্গে খেলতে পেরে গর্বিত। খুব স্মার্ট আর বুদ্ধিমান স্ট্রাইকার। আশা করি জুটি হিসাবে আগামী দিনেও ভালো খেলব।’

বড় ম্যাচে গোল করা যে কোনও ফুটবলারের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে মার্সেলিনহো বলছেন, ‘বড় ম্যাচে অবশ্যই গোল করতে চাই। কিন্তু সবার আগে চাই দলের জয়। কেননা, ডার্বি জেতার আনন্দই আলাদা।’

বড় ম্যাচ অতীতে বহু তারকার জন্ম দিয়েছে। মার্সেলিনহো-ব্রাইট ইতিমধ্যেই তারকা। শুক্রবারের অভিষেক ডার্বিতে গোল মহাতারকার তকমা দিতে পারে ব্রাইট এনোবাখারে কিংবা মার্সেলিনহোকে।

মারগাও: মোহনবাগানের মার্সেলিনহো আর ইস্টবেঙ্গলের ব্রাইট। শুক্রবার ফতোরদায় ডার্বি অভিষেক হতে চলেছে দুই প্রধানের এই দুই বিদেশির। লাল-হলুদে এসেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ ব্রাইট এনোবাখারে। নাইজেরিয়ান স্ট্রাইকারের ম্যাজিকে মুগ্ধ লাল-হলুদ জনতা। এফ সি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের গোলকে বলা হচ্ছে এ বারের আইএসএলের অন্যতম সেরা। সেই ব্রাইট এ বার নামতে চলেছেন ডার্বি যুদ্ধে।

সতীর্থদের থেকে শুনেছেন ঘটি-বাঙালের লড়াইয়ের কথা। করোনা আবহে ফতোরদায় বড় ম্যাচ খেলতে হবে ফাঁকা মাঠে। লাল-হলুদ জনতার হার্টথ্রব ব্রাইট বলছেন, ‘ফ্যানেরা দলের শক্তি। তাই এ রকম একটা ম্যাচে আমরা সবাই সমর্থকদের মিস করব।’ লিগ শীর্ষে থেকে বড় ম্যাচে নামছে মোহনবাগান। পয়েন্টের দিক থেকেও অনেক এগিয়ে হাবাসের দল। সবুজ -মেরুনের সামনে আবার এসিএলে খেলার হাতছানি। সেখানে প্লে অফের স্বপ্ন শেষ লাল-হলুদের। তবে সমর্থকদের জন্য বড় ম্যাচটা জিততে চান ব্রাইট। কিছু না পাওয়ার মরসুমে ডার্বি জয় লাল-হলুদ সমর্থকদের যন্ত্রণায় কিছুটা প্রলেপ দিতে পারে। তাই তরুণ নাইজেরিয়ান স্ট্রাইকার বলছেন, ‘ওদের থেকেও আমাদের বড় ম্যাচ জেতা জরুরি। ৩ পয়েন্ট পাওয়ার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে।’

ব্রাইটের মতোই ডার্বি মঞ্চে শুক্রবার অভিষেক হতে চলেছে মার্সেলিনহোর। চলতি মরসুমে ওড়িশা জার্সিতে প্রথম ইনিংস ভাল যায়নি ব্রাজিলীয় স্ট্রাইকারের। তবে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই যেন চেনা মেজাজে ব্যারেটোর দেশের স্ট্রাইকার। ভারতে বেশ কয়েক বছর থাকার সুবাদে ডার্বি দেখেছেন। বাঙালি সেরা ম্যাচ দেখে এক কথায় অভিভূত হয়ে গিয়েছিলেন। প্রথমবার সেই ম্য়াচের অংশ হতে চলেছেন বলে উত্তেজনায় ফুটছেন মার্সেলিনহো। ডার্বিতে নামা নিয়ে ব্রাজিলীয় স্ট্রাইকার বলছেন, ‘এই ম্যাচে কোনও ভুল করা যাবে না। সবসময় ফোকাস ধরে রাখতে হবে। ডার্বি ডার্বিই। অন্য ম্যাচের থেকে সবসময় আলাদা।

আরও পড়ুন:স্মিথ থেকে সচিনপুত্র, একনজরে আইপিএলের নিলাম

মার্সেলিনহো আসার পর টানা চারটে ম্যাচ জিতেছে সবুজ-মেরুন। রয় আর মার্সেলিনহো জুটি বিপক্ষ ডিফেন্সের ত্রাস হয়ে উঠেছে। ফাউলারের দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সবুজ-মেরুনের আপফ্রন্টকে আটকানো। ফিজির স্ট্রাইকারের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মার্সেলিনহো বলছেন, ‘রয়ের সঙ্গে খেলতে পেরে গর্বিত। খুব স্মার্ট আর বুদ্ধিমান স্ট্রাইকার। আশা করি জুটি হিসাবে আগামী দিনেও ভালো খেলব।’

বড় ম্যাচে গোল করা যে কোনও ফুটবলারের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে মার্সেলিনহো বলছেন, ‘বড় ম্যাচে অবশ্যই গোল করতে চাই। কিন্তু সবার আগে চাই দলের জয়। কেননা, ডার্বি জেতার আনন্দই আলাদা।’

বড় ম্যাচ অতীতে বহু তারকার জন্ম দিয়েছে। মার্সেলিনহো-ব্রাইট ইতিমধ্যেই তারকা। শুক্রবারের অভিষেক ডার্বিতে গোল মহাতারকার তকমা দিতে পারে ব্রাইট এনোবাখারে কিংবা মার্সেলিনহোকে।

Next Article