EPL-Arsenal : আর্সেনালের ড্রয়ের হ্যাটট্রিক, ইপিএলে সম্ভাবনা বাড়ছে ম্যান সিটির

Manchester City : সাউদাম্পটনের সঙ্গে ড্রয়ের হ্যাটট্রিক। এক পয়েন্টও যে এসেছে, এটাও যেন অনেক। ম্যাচের শেষ দু-মিনিটে কোনওরকমে ১ পয়েন্ট নিশ্চিত হয়েছে। আর্সেনালের ড্রয়ের হ্যাটট্রিকে সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির।

EPL-Arsenal : আর্সেনালের ড্রয়ের হ্যাটট্রিক, ইপিএলে সম্ভাবনা বাড়ছে ম্যান সিটির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 1:02 PM

আর্সেনাল : ইংলিশ প্রিমিয়ার লিগে কি খেই হারাচ্ছে আর্সেনাল? মরসুমের শুরু থেকে দুরন্ত গতিতে ছুটছিল তারা। বাকি দল গুলির সঙ্গে ‘সুরক্ষিত’ দূরত্বও বজায় রাখছিল। সেই ছন্দপতন হয়েছে। ড্রয়ের হ্যাটট্রিকে ক্রমশ যেন খেই হারাচ্ছে আর্সেনাল। ড্রয়ের হ্যাটট্রিকের শুরুটা হয়েছিল লিভারপুলের বিরুদ্ধে। সেই ম্যাচে ২-২ ড্র। এর পর ওয়েস্ট হ্যামের বিরুদ্ধেও একই স্কোর লাইন। পয়েন্ট টেবলে এখনও শীর্ষে থাকলেও আর্সেনালের এমন ফর্ম সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে! শুক্রবার ভারতীয় সময় মাঝরাতে সাউদাম্পটনের সঙ্গে ড্রয়ের হ্যাটট্রিক। সাউদাম্পটন পয়েন্ট টেবলে একেবারে নীচের দল। তারা শীর্ষে থাকা দলকে তিন গোল মারছে এটাও যেন অবাক করার মতো। এই ম্যাচ থেকে আর্সেনালের এক পয়েন্টও যে এসেছে, এটাও যেন অনেক। ম্যাচের শেষ দু-মিনিটে কোনওরকমে ১ পয়েন্ট নিশ্চিত হয়েছে। আর্সেনালের ড্রয়ের হ্য়াটট্রিকে সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির। ইপিএলের পরিস্থিতি কী, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই গোল খায় আর্সেনাল। সাউদাম্পটনকে এগিয়ে দেন কার্লোস আলকারাজ। ১৪ মিনিটে থিও ওয়ালকটের গোলে ২-০ লিড সাউদাম্পটনের। ম্যাচে ২০ মিনিটে ১ গোল শোধ গ্যাব্রিয়েল মার্তিনেলির সৌজন্যে। প্রথমার্ধে ২-১ এগিয়ে থাকে সাউদাম্পটন। আর্সেনালের সমস্যা বাড়ে ম্যাচের ঘণ্টাখানেক পেরোতেই। দুজে ক্যালেতার গোলে ৩-১’এর লিড নেয় সাউদাম্পটন। নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে মার্টিন ওডেগার্ডের গোল ফের ম্যাচে ফেরায় আর্সেনালকে। শেষ মুহূর্তের পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ঠিক ৯০ মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনালের ১ পয়েন্ট নিশ্চিত হয়। তাতে কতটা স্বস্তি ফিরল, বলা কঠিন।

ইপিএলে এরপর দুটি কঠিন ম্য়াচ অপেক্ষা করছে আর্সেনালের জন্য। পরের ম্য়াচটিই বিধ্বংসী ফর্মে থাকা ম্য়াঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে আর্সেনাল ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। দ্বিতীয় স্থানে থাকা ম্য়াঞ্চেস্টার সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৭০। ম্য়ান সিটির তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড স্বপ্নের ফর্মে রয়েছেন। ফলে ম্য়ান সিটি পরের দুটি ম্যাচ জিতলেই ৩২ নম্বর ম্য়াচে গিয়ে আর্সেনালকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে। শেষ ল্য়াপে বাজিমাত করার ভরপুর সুযোগ থাকছে ম্যান সিটির কাছে। এরপর আর্সেনালের যেমন পরপর জিততে হবে, তেমনই প্রত্যাশা করতে হবে ম্যান সিটিও যেন পয়েন্ট হারায়। এ বারের প্রিমিয়ার লিগ ক্রমশ আর্সেনাল বনাম ম্যান সিটিই হয়ে উঠেছে। কেন না, তিনে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩০ ম্য়াচে ৫৯।