Mohun Bagan vs Mumbai City FC: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ, মুম্বইকে হারিয়েও পারফরম্যান্সে খুঁত দেখছেন ফেরান্দো

Durand Cup 2023, 4th Quarter-Final, Juan Ferrando: সেই দু-ম্যাচেই ৩-১ এর ব্যবধানে জিতেছিল মোহনবাগান। তারপরও কোচ হুয়ান ফেরান্দো বলেছিলেন, দল ৫০ শতাংশ প্রস্তুত! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এ দিনও মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়। হুয়ান ফেরান্দো এখনও বলছেন, প্রচুর ভুল ত্রুটি রয়েছে।

Mohun Bagan vs Mumbai City FC: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ, মুম্বইকে হারিয়েও পারফরম্যান্সে খুঁত দেখছেন ফেরান্দো
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 10:01 PM

প্লেয়াররা চান ভরা গ্যালারি। সমর্থকদের প্রত্যাশা সাফল্য। প্রতি ম্যাচে জয়, ট্রফি। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এ বার লক্ষ্য আরও বড়। মরসুমের শুরু থেকেই কোচ হুয়ান ফেরান্দো বলে আসছেন সেই লক্ষ্য়র কথা। এএফসি কাপ। গত মরসুমে ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে গিয়েছিল মোহনবাগান। এএফসি কাপের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে। কিন্তু ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডার্বি হারে যেন আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা লেগেছিল। টানা আটটি ডার্বি জয়ের পর একটা হার। সমর্থকদের ক্ষত ভরাতে পারে, ডুরান্ড জয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান দু-দলই সেমিফাইনালে উঠেছে। ফাইনালে আরও একটা ডার্বি হতেই পারে। মুম্বই সিটিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো যা বলছেন…। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সমর্থকরা স্কোর লাইনে খুশি হলেও কোচের চোখে অনেক ভুল ত্রুটি ধরা পড়বে। সেটাই প্রত্যাশিত। সেগুলো শুধরে সাফল্যের ধারা বজায় রাখাই তাঁর কাজ। এএফসি কাপের প্রাথমিক পর্বে দুটি ম্যাচ জিতে গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। নেপালের মাচিন্দ্রা এফসি এবং বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়েছে সবুজ মেরুন। সেই দু-ম্যাচেই ৩-১ এর ব্যবধানে জিতেছিল মোহনবাগান। তারপরও কোচ হুয়ান ফেরান্দো বলেছিলেন, দল ৫০ শতাংশ প্রস্তুত! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এ দিনও মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়। হুয়ান ফেরান্দো এখনও বলছেন, প্রচুর ভুল ত্রুটি রয়েছে।

মুম্বইয়ের বিরুদ্ধে এর আগে সাত বারের চেষ্টায় জয়ের মুখ দেখেনি মোহনবাগান। অবশেষে জয়। কোচ হুয়ান ফেরান্দো অবশ্য বলছেন, ‘আমাদের বেশ কিছু জায়গায় ভুল রয়েছে। মূল লক্ষ্য এএফসি কাপ। হাতে সময় কম। দ্রুত সেগুলো শুধরে নিতে হবে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে এখনও দুটি ম্যাচ জিততে হবে। ডুরান্ডে আরও ভালো পারফর্ম করে এএফসি কাপেরও প্রস্তুতি সেরে নিতে হবে।’

ম্যাচের শুরু থেকে শেষ অবধি ভরা গ্যালারি। সারাক্ষণ ফুটবলারদের তাতিয়ে গেলেন সবুজ মেরুন সমর্থকরা। ম্যাচের অন্যতম গোলদাতা মনবীরের কাঁধে উঠতে দেখা গেল বিশ্বকাপার কামিন্সকে। গ্যালারিতে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ। ম্যাচ শেষ হতেই মাঠে। কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে দেখা করেন। কথা বলেন। মোহনবাগান শিবিরে ফিলগুড পরিবেশ।