East Bengal: ডার্বির আগেই সুখবর, ইস্টবেঙ্গলে জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও
Felicio Brown Forbes: কলিঙ্গ জয় করে শহরে ফিরেছে মশালব্রিগেড। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে ইস্টবেঙ্গলে। এ বার আইএসএলের বাকি পর্বে ভালো পারফর্ম করার ভাবনা মাথায় নিয়ে এগোচ্ছেন কার্লেস কুয়াদ্রাত। কয়েকদিন আগেই লিওনেল মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে ফের সুখবর।

কলকাতা: খুশির আমেজ এখনও বজায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। কলিঙ্গ জয় করে শহরে ফিরেছে মশালব্রিগেড। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে ইস্টবেঙ্গলে। এ বার আইএসএলের (ISL) বাকি পর্বে ভালো পারফর্ম করার ভাবনা মাথায় নিয়ে এগোচ্ছেন কার্লেস কুয়াদ্রাত। কয়েকদিন আগেই লিওনেল মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে ফের সুখবর। এ বার লাল-হলুদ শিবিরে যোগ দিলেন আরও এক বিদেশি। লাল-হলুদে এলেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও ব্রাউন ফোর্বস (Felicio Brown Forbes)। জয় ইস্টবেঙ্গল স্লোগান দিয়ে শতবর্ষ পুরনো ক্লাবে খেলার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেলিসিও ব্রাউন ফোর্বস।
কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে চলতি আইএসএলের বাকি মরসুমের জন্য সই করিয়েছে ইস্টবেঙ্গল। জার্মানিতে জন্ম ব্রাউনের। সে দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২০ স্তরে খেলেছেন ব্রাউন। ২০১১ সালে জার্মান ক্লাব কার্ল জেইস জেনাতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল। রাশিয়ান ক্লাব ক্রিলিয়া সোভেটভ, এফসি রোস্তভ এবং এফসি আমকার পার্মের হয়ে খেলেছেন ব্রাউন।
ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত কোস্টারিকার তারকা ফুটবলার ব্রাউনের দলে যোগ দেওয়া নিয়ে বলেন, ‘ফেলিসিও খুব শক্তিশালী স্ট্রাইকার। যাঁর ইউরোপের শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। এশিয়ান ফুটবলে, চাইনিজ সুপার লিগে ২০টির বেশি গোল করেছে ও। কয়েক সপ্তাহ আগে চিনে চাইনিজ সুপার লিগের মরসুম শেষ করেছে ও। এ বার আমাদের দলকে সাহায্য করতে প্রস্তুত ও।’
Felicio Brown Forbes is here to add fire to our attack!🔥#AmagoFans, say hello to your new striker!👋#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeFelicio pic.twitter.com/Ixr6rrxVHV
— East Bengal FC (@eastbengal_fc) February 1, 2024
ভারতীয় ফুটবলে নিজের সফর শুরু করার আগে ফেলিসিও বলেন, ‘আমি ভারতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলব ভেবেও বেশ আনন্দিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ জিতেছে, এই জয়ের জন্য আমি সকলে শুভেচ্ছা জানাই। আমি আশাবাদী ভক্তদের খুশি করতে পারব। এবং আইএসএলের দ্বিতীয় পর্বে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। জয় ইস্টবেঙ্গল।’





