Mohun Bagan vs East Bengal: টিকিট মেলেনি, ডার্বি দেখতে মাঠে যাচ্ছেন না ইস্টবেঙ্গল কর্তারা!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 03, 2024 | 5:54 PM

ISL 2024, Kolkata Derby: মরসুমের প্রথম আইএসএল ডার্বিতে মুখোমুখি নামছে দুই প্রধান। মোহনবাগান এই ডার্বি ম্যাচের আয়োজক। আর তা নিয়েই যত কথা। সবুজ-মেরুনের তরফে ১০০টা টিকিট পাঠানো হয়েছে ইনভেস্টরদের কাছে। স্পনসর বা অন্যান্য প্রয়োজনীয় লোকজনকে ম্যাচের টিকিট পাঠানো হয়েছে। ইস্টবেঙ্গল কর্তারা টিকিট পাননি। টিকিট সংখ্যা না বাড়ানোতেই সমস্যা। মাঠে না যাওয়ার সিদ্ধান্ত কি আসলে বয়কট?

Mohun Bagan vs East Bengal: টিকিট মেলেনি, ডার্বি দেখতে মাঠে যাচ্ছেন না ইস্টবেঙ্গল কর্তারা!
Image Credit source: EAST BENGAL

Follow Us

কলকাতা: কলকাতা ডার্বির আগে আবার উত্তপ্ত পরিস্থিতি। টিকিট নিয়ে তুঙ্গে তরজা। বেড়েছে জটিলতাও। তাই শনি-সন্ধেয় যুবভারতীতে ডার্বি দেখতে যাচ্ছেন না ইস্টবেঙ্গলের কর্তারা। এমন ঘটনা কলকাতা ডার্বিতে নজিরবিহীন। দুই প্রধানের ম্যাচ মানেই সমর্থকদের সঙ্গে কর্তারাও মাঠে যান। হারলে টিমের পাশে থাকেন। জিতলে উৎসব করেন। এই মরসুমে তিনবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। স্কোরলাইন এখন ইস্টবেঙ্গলের পক্ষে ২-১। মোহনবাগানের কাছে এই ম্যাচ বদলার। তার মধ্যেই ইস্টবেঙ্গল কর্তাদের মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মরসুমের প্রথম আইএসএল ডার্বিতে মুখোমুখি নামছে দুই প্রধান। মোহনবাগান এই ডার্বি ম্যাচের আয়োজক। আর তা নিয়েই যত কথা। সবুজ-মেরুনের তরফে ১০০টা টিকিট পাঠানো হয়েছে ইনভেস্টরদের কাছে। স্পনসর বা অন্যান্য প্রয়োজনীয় লোকজনকে ম্যাচের টিকিট পাঠানো হয়েছে। ইস্টবেঙ্গল কর্তারা টিকিট পাননি। টিকিট সংখ্যা না বাড়ানোতেই সমস্যা। মাঠে না যাওয়ার সিদ্ধান্ত কি আসলে বয়কট? ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলে দিলেন, ‘এটাকে বয়কট কে বলা হচ্ছে, বুঝতে পারছি না। আয়োজকদের অনেক দাবি সহ্য করতে হয়। মোহনবাগান যে সংখ্যক টিকিট পাঠিয়েছে, তা ইনভেস্টরদের স্পনসর বা অন্যান্য লোকজনকে দিতে হয়েছে। টিকিট আর নেই বলেই আমরা মাঠে যেতে পারছি না। ক্লাবে বসেই ম্যাচ দেখব।’

মোহনবাগান বা ইনভেস্টর ইমামির বিরুদ্ধে শীর্ষকর্তা মুখ না খুললেও ক্লাবের অন্দরে কিন্তু এ নিয়ে উষ্মা রয়েছে। তার থেকেও বেশি ক্ষোভ আইএসএলের উপর। গত কয়েক বছর ধরে মরসুমের প্রথম ডার্বি মোহনবাগানই কেন আয়োজন করে, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন দেবব্রত। তাঁর কথায়, ‘কোন কারণে মোহনবাগানই প্রতিবার মরসুমের ডার্বি আয়োজন করে, এটা আমাদের অজানা। মরসুমের শেষ ডার্বি যদি আমরা আয়োজন করি, তা হলে তো পরের মরসুমে প্রথমটা আমাদের করা উচিত। তা হচ্ছে না কেন, জানি না।’

Next Article