East Bengal: মেসির সতীর্থকে কেন নেওয়া হল? খোলসা করলেন ইস্টবেঙ্গল কোচ
Carles Cuadrat on Victor Vazquez: সেলিব্রেশনের মাঝে কিছুটা মনখারাপও যেন ছিল বোরহা হেরেরার। তাঁকে লোনে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখা যাবে বোরহাকে। তাঁর পরিবর্তে সই করানো হল ভিক্টর ভাসকেজকে। এমন ইঙ্গিত আগেই ছিল। অবশেষে সেই চুক্তি সম্পন্ন হল। বিশ্বের বেশ কয়েকটি সফল ক্লাবে খেলা মিডফিল্ডার ভিক্টরকে সই করানো নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, 'ও বার্সেলোনার খেলার স্টাইলে অভ্যস্ত।'

কলকাতা: সদ্য কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় স্তরের ট্রফি জিতেছে লাল-হলুদ। সেলিব্রেশনের মাঝে কিছুটা মনখারাপও যেন ছিল বোরহা হেরেরার। তাঁকে লোনে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখা যাবে বোরহাকে। তাঁর পরিবর্তে সই করানো হল ভিক্টর ভাসকেজকে। এমন ইঙ্গিত আগেই ছিল। অবশেষে সেই চুক্তি সম্পন্ন হল। এ মরসুমের জন্যই নেওয়া হয়েছে। এফসি বার্সেলোনা, টরন্টো এফসি, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মতো ক্লাবে খেলেছেন। বার্সেলোনায় লিও মেসির সঙ্গে খেলা এই ফুটবলারকে কেন নেওয়া হল, কারণ খোলসা করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বের বেশ কয়েকটি সফল ক্লাবে খেলা মিডফিল্ডার ভিক্টরকে সই করানো নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘ও বার্সেলোনার খেলার স্টাইলে অভ্যস্ত। লিওনেল মেসি, জেরার্ড পিকে, সেস ফ্যাব্রেগাসদের সতীর্থ। মিডফিল্ডে ওর উদ্ভাবনী ক্ষমতা দুর্দান্ত। ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক আনন্দ ও সাফল্যের মুহূর্ত উপহার দেবে বলে মনে করি। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। আশাকরি, ইন্ডিয়ান সুপার লিগেও জ্বলে উঠবে ভিক্টর।’
বার্সেলোনার এই প্রাক্তন মিডফিল্ডারকে সই করানো প্রসঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের তরফে বিভাস আগরওয়াল বলেন, ‘ওর মতো অভিজ্ঞ প্লেয়ার আমাদের আক্রমণ ভাগে শক্তি বাড়াবে। অনেক বড় বড় ক্লাবে খেলেছে, প্রচুর ট্রফি জিতেছে। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের জন্য যোগ্য।’ ভাসকেজ কবে লাল-হলুদ জার্সিতে নামতে পারবেন, এখনই বলা কঠিন। কলকাতায় পৌঁছে মেডিক্যালও বাকি। আইএসএলে ইস্টবেঙ্গলের সামনে ডার্বি। এত দ্রুত পাওয়ার সম্ভাবনা নেই বলাই যায়।





