Bangla News Sports Football East Bengal Team high intensity Practice before Kalinga Super Cup Final Against Odisha FC, check Photos
East Bengal: ট্রফির হাতছানি, শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি ইস্টবেঙ্গলের! দেখুন ছবি…
East Bengal vs Odisha FC: মরসুমে দ্বিতীয় ফাইনাল। ট্রফির হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। এ মরসুমে একটা সুযোগ মিস হয়েছে। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। ফাইনালেও উঠেছিল তারা। যদিও ট্রফি আসেনি। ফাইনালে কলকাতা ডার্বি, মোহনবাগানের কাছে হার। রানার্স হয়েছিল লাল-হলুদ। কলিঙ্গ সুপার কাপে গ্রুপে একশো শতাংশ জয়ের ধারা বজায়। নকআউটে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয়ে ফাইনাল। সামনে এ বার ওডিশা। প্রস্তুত ইস্টবেঙ্গল।