East Bengal: ট্রফির হাতছানি, শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি ইস্টবেঙ্গলের! দেখুন ছবি…

Jan 28, 2024 | 12:05 AM

East Bengal vs Odisha FC: মরসুমে দ্বিতীয় ফাইনাল। ট্রফির হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। এ মরসুমে একটা সুযোগ মিস হয়েছে। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। ফাইনালেও উঠেছিল তারা। যদিও ট্রফি আসেনি। ফাইনালে কলকাতা ডার্বি, মোহনবাগানের কাছে হার। রানার্স হয়েছিল লাল-হলুদ। কলিঙ্গ সুপার কাপে গ্রুপে একশো শতাংশ জয়ের ধারা বজায়। নকআউটে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয়ে ফাইনাল। সামনে এ বার ওডিশা। প্রস্তুত ইস্টবেঙ্গল।

1 / 8
মরসুমে দ্বিতীয় ফাইনাল। ট্রফির হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। এ মরসুমে একটা সুযোগ মিস হয়েছে। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল

মরসুমে দ্বিতীয় ফাইনাল। ট্রফির হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। এ মরসুমে একটা সুযোগ মিস হয়েছে। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল

2 / 8
ডুরান্ড ফাইনালেও উঠেছিল ইস্টবেঙ্গল। যদিও ট্রফি আসেনি। ফাইনালে কলকাতা ডার্বি, মোহনবাগানের কাছে হার। রানার্স হয়েছিল লাল-হলুদ। ছবি: ইস্টবেঙ্গল

ডুরান্ড ফাইনালেও উঠেছিল ইস্টবেঙ্গল। যদিও ট্রফি আসেনি। ফাইনালে কলকাতা ডার্বি, মোহনবাগানের কাছে হার। রানার্স হয়েছিল লাল-হলুদ। ছবি: ইস্টবেঙ্গল

3 / 8
কলিঙ্গ সুপার কাপে গ্রুপে একশো শতাংশ জয়ের ধারা বজায়। নকআউটে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয়ে ফাইনাল। সামনে এ বার ওডিশা। প্রস্তুত ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল

কলিঙ্গ সুপার কাপে গ্রুপে একশো শতাংশ জয়ের ধারা বজায়। নকআউটে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয়ে ফাইনাল। সামনে এ বার ওডিশা। প্রস্তুত ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল

4 / 8
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিল কলকাতা ডার্বি। মোহনবাগানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল লাল-হলুদ। ভয় ছিল, সেমিফাইনালের আগে আত্মতুষ্টি ঘিরে ধরবে না তো! ছবি: ইস্টবেঙ্গল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিল কলকাতা ডার্বি। মোহনবাগানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল লাল-হলুদ। ভয় ছিল, সেমিফাইনালের আগে আত্মতুষ্টি ঘিরে ধরবে না তো! ছবি: ইস্টবেঙ্গল

5 / 8
জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলাতে পরিষ্কার, ডার্বি জয়ের কোনও আত্মতুষ্টি ছিল না ইস্টবেঙ্গলে। বরং লাল-হলুদ শিবিরের ফোকাস শুধুই ট্রফি। ছবি: ইস্টবেঙ্গল

জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলাতে পরিষ্কার, ডার্বি জয়ের কোনও আত্মতুষ্টি ছিল না ইস্টবেঙ্গলে। বরং লাল-হলুদ শিবিরের ফোকাস শুধুই ট্রফি। ছবি: ইস্টবেঙ্গল

6 / 8
কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের ধারা থাকলেও প্রতি ম্যাচেই গোল খেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের ম্যাচেও এই রোগ ছিল। ছবি: ইস্টবেঙ্গল

কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের ধারা থাকলেও প্রতি ম্যাচেই গোল খেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের ম্যাচেও এই রোগ ছিল। ছবি: ইস্টবেঙ্গল

7 / 8
সুপার কাপ সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে ক্লিনশিট রেখেছে লাল-হলুদ। ওডিশা এফসির বিরুদ্ধে ফাইনালে নামার আগে যা বাড়তি আত্মবিশ্বাসী করবে ইস্টবেঙ্গলকে। ছবি: ইস্টবেঙ্গল

সুপার কাপ সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে ক্লিনশিট রেখেছে লাল-হলুদ। ওডিশা এফসির বিরুদ্ধে ফাইনালে নামার আগে যা বাড়তি আত্মবিশ্বাসী করবে ইস্টবেঙ্গলকে। ছবি: ইস্টবেঙ্গল

8 / 8
এশিয়ান কাপ থেকে ফিরে টিমের সঙ্গে অনুশীলন করেছেন নাওরেম মহেশ, লালচুননুঙ্গাও। কার্লেস কুয়াদ্রাত ও ইস্টবেঙ্গলের নজরে মরসুমের প্রথম ট্রফি জয়। ছবি: ইস্টবেঙ্গল

এশিয়ান কাপ থেকে ফিরে টিমের সঙ্গে অনুশীলন করেছেন নাওরেম মহেশ, লালচুননুঙ্গাও। কার্লেস কুয়াদ্রাত ও ইস্টবেঙ্গলের নজরে মরসুমের প্রথম ট্রফি জয়। ছবি: ইস্টবেঙ্গল

Next Photo Gallery