Emi Martinez : বাংলাদেশও একদিন বিশ্বকাপ খেলবে! এমিকে দেখে স্বপ্ন টাইগারদের প্রাক্তন ক্যাপ্টেনের
বাংলাদেশে একটা বড় সংখ্যায় আর্জেন্টাইন ফুটবল ভক্তরা রয়েছেন। কলকাতায় পা দেওয়ার আগে ঝটিকা সফরে ঢাকায় গিয়েছেন এমি। যদিও সাধারণ ভক্তদের কাছে তাঁকে দেখার সুযোগ থাকছে না।
ঢাকা : কলকাতায় আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emi Martinez)। এ খবর এখন আর কারও অজানা নয়। অধীর আগ্রহে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন কাতারের বিশ্বকাপ ফাইনালে গোল্ডেন গ্লাভস জয়ীর জন্য। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে সোমবার বিকেলে তিলোত্তমায় পা রাখার কথা তাঁর। তবে সরাসরি কলকাতায় আসছেন না এমি। এই সফরে তাঁর প্রথম স্টপেজ ঢাকা। আর্জেন্টিনা থেকে স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশে পৌঁছন মার্টিনেজ। সেখানে তাঁর স্পনসরের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেখা করেন বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। এমির সঙ্গে সাক্ষাতে আপ্লুত মাশরাফি ফেসবুকে মস্ত বড় একটি পোস্ট করেছেন। আর্জেন্টিনা ভক্ত মাশরাফি পোস্টে তাঁর স্বপ্নের কথা লিখেছেন। এমিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, তাঁর আশা বাংলাদেশও এভাবে একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের কাছে এটা ছিল ফ্যানবয় মোমেন্ট। লম্বা পোস্টে লিখেছেন, “এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকার সময় থেকে। যেখানে টাইব্রেকারে দুটি গোল দিয়ে আটকে জয় এনে দিয়েছিলেন। পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ করার মতো। সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হল ঢাকায়। খুব অল্প সময়ের জন্য কিন্তু দারুণ অনুভূতি। বিশ্বকাপজয়ী গোলকিপার চোখের সামনে।”
তিনি আরও লেখেন, “আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।”
বাংলাদেশে একটা বড় সংখ্যায় আর্জেন্টাইন ফুটবল ভক্তরা রয়েছেন। তাই কলকাতায় পা দেওয়ার আগে ঝটিকা সফরে ঢাকায় গিয়েছেন এমি। যদিও ঢাকায় সাধারণ ভক্তদের তাঁকে দেখার উপায় নেই। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে। এরপর বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ৪.৪০ নাগাদ কলকাতার বিমান ধরবেন আর্জেন্টাইন ফুটবল তারকা।