Fifa Women’s World Cup 2023 : নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড, ফিরল বেকহ্যামের স্মৃতি
ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে টুর্নামেন্টে এগোল ইংল্যান্ড। কোয়ার্টারে পা রেখেছে অস্ট্রেলিয়াও।
কলকাতা : লাল কার্ড দেখায় মাঠের বাইরে যেতে হয় দলের তারকা খেলোয়াড় লরেন জেমস। তাঁর অনুপস্থিতিতেই সোমবার নাইজেরিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপে (Fifa Women’s World Cup 2023) কোয়ার্টার ফাইনালে পা রাখল ইংল্যান্ড। ইংল্যান্ড বনাম নাইজেরিয়া (England vs Nigeria) প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত সময়ে গোল হয়নি। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি। নাইজেরিয়ার কাছে প্রথম বার মহিলা ফুটবল বিশ্বকাপের নকআউট জেতার সুযোগ ছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেই সুযোগে জল ঢেলে দিয়েছে। পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জিতে গিয়েছে ইংল্যান্ড। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রবিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমেরিকাকে পেনাল্টি শুটআউটে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে সুইডেন। যে কারণে বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট হয়ে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ে ইংল্যান্ড অবশ্য নাইজেরিয়ার কাছে হিমশিম খেয়েছে। ইংল্যান্ডের দুশ্চিন্তা আরও বেড়ে যায় যখন তারকা ফরোয়ার্ড লরেনকে ভার পর্যালোচনার পর নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। ডিফেন্ডার মিশেল অ্যালোজিকে ফাউল করার পর লরেনকে প্রথমে রেফারি মেলিসা বোরজাস হলুদ কার্ড দেখিয়েছিলেন। রিপ্লেতে দেখা যায় তিনি নাইজেরিয়ান ফুটবলারের গায়ে লাথি মেরেছেন। পরে তাঁকে লাল কার্ড দেখানো হয়।
ব্রিটিশ মিডিয়া এই ঘটনাকে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে আর্জেন্টিনার দিয়েগো সিমিওনকে লাথি মারার জন্য ডেভিড বেকহ্যামের লাল কার্ড দেখার সঙ্গে তুলনা করেছে। লরেন অন্তত একটি ম্যাচ খেলতে পারবেন না। শনিবার সিডনিতে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ও জামাইকার মধ্য়ে ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।