গ্রুপ ‘সি’-তে ফেভারিট নেদারল্যান্ডসই

raktim ghosh |

Jun 03, 2021 | 2:22 PM

TV9 বাংলায় শুরু হয়েছে ইউরো কাপের আগে ইউরো নিয়ে আলোচনা। স্টেডিয়াম থেকে গ্রুপ বিন্যাস। সবকিছু নিয়েই টুকরো আলোচনা। আজ ইউরো কাপের গ্রুপ 'সি'।

গ্রুপ সি-তে ফেভারিট নেদারল্যান্ডসই
অপেক্ষাকৃত সহজ গ্রুপ

Follow Us

জুরিখঃ মাঝে আর কয়েকদিন। তারপেরই শুরু ইউরোপের (EUROPE))সেরা ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপ(EURO CUP 2021)। তৈরি ১১টি দেশের ১১টি স্টেডিয়াম। TV9 বাংলায় শুরু হয়েছে ইউরো কাপের আগে ইউরো নিয়ে আলোচনা। স্টেডিয়াম থেকে গ্রুপ বিন্যাস। সবকিছু নিয়েই টুকরো আলোচনা। আজ ইউরো কাপের গ্রুপ ‘সি’।

 

গ্রুপ ‘সি’-তে রয়েছে ৪টি দল

  1. নেদারল্যান্ডস (NETHERLANDS)
  2. অস্ট্রিয়া (AUSTRIA)
  3. ইউক্রেন (UKRAINE)
  4. নর্থ ম্যাসেডোনিয়া (NORTH MACEDONIA)

 

 

 

 

নেদারল্যান্ডসঃ

নেদারল্যান্ডসেের দুই ভরসা (বাঁদিকে- মেমফিস ডিপে, ডানদিকে-ফ্রেঙ্কি ডি জং)

 

 

  ইউরো কাপে সাফল্য-

  • ১৯৮৮ সালে চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস
  • ৪ বার তৃতীয় স্থান অধিকারী

 

ইউরোতে নেদারল্যান্ডসের পারফরম্যান্স

   ম্যাচ- ৩৫ ( জয়- ১৭, হার-  ১০, ড্র- )

 

নজরে থাকা তারকা-

ডাচদের আপফ্রন্টে সবচেয়ে বড় ভরসা মেমফিস ডিপে। প্রাক্তন ম্যন ইউ ফুটবলার ও বর্তমানে লিঁয়ঁ-তে খেলা ডিপে জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ২৩টি গোল করেছেন। অন্যদিকে মাত্র ২৪ বছরের ফ্র্যাঙ্কি ডি জং নেদারল্যান্ডসের মাঝমাঠে সবচেয়ে বড় ভরসা। বার্সিলোনার এই ফুটবলার জাতীয় দলের খেলেছেন ২৫টি ম্যাচ।

 

 

 

অস্ট্রিয়াঃ

 

অস্ট্রিয়ার দুই ভরসা (বাঁদিকে-বমগার্টলিঙ্গার, ডানদিকে- মার্সেল স্যাবিজার)

 

 

ইউরো কাপে সাফল্য-

  • এই নিয়ে তৃতীয়বার ইউরোর মূলপর্বে অস্ট্রিয়া
  • ২০০৮ ও ২০১৬ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়

 

ইউরোতে অস্ট্রিয়ার পারফরম্যান্স-

   ম্যাচ- ( জয়- ০, হার-  ৪, ড্র- )

 

নজরে থাকা তারকা-

অস্ট্রিয়ার অ্যাটাকিং মিডিও মার্সেল স্যাবিজার খেলেন লিপজিগের হয়ে। জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ৮ গোল করেছেন।অস্ট্রিয়ার অধিনায়ক জুলিয়ান বমগার্টলিঙ্গার বায়ার্ন লেভারকুসেনের মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন জুলিয়ান।

 

 

 

 

ইউক্রেনঃ

 

ইউক্রেনের যাঁদের দিকে নজর থাকবে (বাঁদিকে-অ্যন্ড্রি লুনিন, ডানদিকে- আলেকজেন্দ্রো জিনচেঙ্কো)

 

 

ইউরো কাপে সাফল্য-

  • সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার সময় একবার চ্যাম্পিয়ন ও ২ বার রানার্স আপ
  • স্বাধীন ইউক্রেন হিসেবে দুবার যোগ্যতা অর্জন। দুবারই গ্রুপ থেকে বিদায়

 

ইউরোতে ইউক্রেনের পারফরম্যান্স

   ম্যাচ- ( জয়- ১, হার-  ৫, ড্র- )

 

নজরে থাকা তারকা-

জাতীয় দলের গোলরক্ষক আন্দ্রি লুনিন রিয়াল মাদ্রিদের ফুটবলার। জাতীয় দলের খেলেছেন ৬টি ম্যাচ। কখনও লেফট ব্যাক, কখনও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা আলেকজেন্দ্রো জিনচেঙ্কো ইউক্রেনের ভরসা। ম্যান সিটির এই ফুটবলার ৩৮ ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে।

 

 

 

 

নর্থ ম্যাসেডোনিয়াঃ

নর্থ ম্যাসেডোনিয়ার দুই ভরসা (বাঁদিকে-স্টেফান রিস্টভস্কি, ডানদিকে-এলিফ এলমাস)

 

ইউরো কাপে সাফল্য-

  • যুগোস্লোভিয়ার অংশ হিসেবে ৫ বার যোগ দিয়েছে
  • নর্থ ম্যাসেডোনিয়া হিসেবে প্রথমবার ইউরো মূলপর্বে

 

ইউরোতে নর্থ ম্যাসেডোনিয়ার পারফরম্যান্স

প্রথমবার ইউরোর মঞ্চে আত্মপ্রকাশ ঘটছে নর্থ ম্যাসেডোনিয়ার

 

নজরে থাকা তারকা-

নাপোলির মিডফিল্ডার এলিফ এলমাস নর্থ ম্যাসেডোনিয়ার মাঝমাঠের মূল ভরসা। জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে ৬ গোল এলিফের।দলের নজরকাড়া রাইটব্যাক স্টেফান রিস্টভস্কি। ডায়নামো জাগ্রেবের এই ফুটবলার জাতীয় দলের হয়ে খলেছেন ৬৩টি ম্যাচ।

 

 

 

 

Next Article