আবার খারাপ খবর, প্রয়াত ২০০২ বিশ্বকাপের তারকা

sushovan mukherjee |

Nov 30, 2020 | 10:56 AM

মারাদোনার মৃত্যুর খবর থেকে বেড়িয়ে আসার আগেই আবার খারাপ খবর ফুটবল দুনিয়ায়। ৪২ বছর বয়সে প্রয়াত ২০০২ বিশ্বকাপের তারকা পাপা দিওফ (PAPA DIOP)।

আবার খারাপ খবর, প্রয়াত ২০০২ বিশ্বকাপের তারকা
৪২ বছর বয়সে প্রয়াত সেনেগাল ফুটবলের তারকা পাপা দিওফ। ছবি সৌজন্যে- টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল- খারাপ খবর কিছুতেই যেন পিছু ছাড়ছে না। মারাদোনার মৃত্যুর ধাক্কা এখনও কাটাতে পারেনি ফুটবল বিশ্ব। এর মাঝেই আরও একটা খারাপ খবর। ২০০২ বিশ্বকাপের অন্যতম তারকা পাপা দিওফ প্রয়াত। দীর্ঘ রোগ-ভোগের পর, মাত্র ৪২ বছর বয়সে শেষ হয়ে গেল সেনেগালের এই তারকা ফুটবলারের জীবন। সেনেগাল জাতীয় দলের পাশাপাশি বার্মিংহ্যাম সিটি, ওয়েস্টহ্যাম, ফুলহ্যামের মত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলেছেন পাপা। সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেনেগাল।

 

আরও পড়ুন – ‘টি-২০’র অধিনায়কত্ব’ কোহলিকে ‘বিরাট’ তোপ গম্ভীরের

 

 

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও, পাপার একটি গোল আজও সবার মনে আছে। ২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয়েছিল সেনেগাল। বিশ্বকাপে সেবারই প্রথম খেলার সুযোগ পেয়েছিল তারা। প্রথম ম্যাচেই হেভিওয়েট ফ্রান্সকে বড় ঝটকা দিয়েছিল পাপার দল। গোল করেছিলেন তিনি। প্রথম ম্যাচে হেরে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি জিদানের ফ্রান্স। সেই গোলটাই যেন বাড়তি পরিচয় দিয়েছিল পাপাকে।

 


সেনেগালের হয়ে ৬৩টি ম্যাচে ১১ গোল করেছিলেন তিনি। ক্লাব কেরিয়ারে খেলেছেন ২৬১টি ম্যাচ। করেছেন ২৬টি গোল। ২০১২-১৩ মরসুমের পর আর মাঠে নামা হয়নি পাপার। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন স্নায়ুর সমস্যায়। চিকিৎসা চলছিল প্যারিসে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেনেগালের এই ফুটবলার।

Next Article