TV9 বাংলা ডিজিটাল – গোটা বিশ্বে মহিলা ফুটবলের (women football) উন্নতি চাই। ফুটবলের সঙ্গে আরও একাত্ম করে তুলতে হবে মহিলাদের। এমন ভাবনা থেকেই শুক্রবারের ফিফা (FIFA) কাউন্সিলের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার মধ্যে সব থেকে বড় সিদ্ধান্ত মহিলা ফুটবলারদের জন্য মাতৃত্বকালীন ছুটি (maternity leave) ঘোষণা। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মহিলা ফুটবলাররা এবার থেকে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
??♀️ The FIFA Council passed landmark reforms today to better protect female players and football coaches
? Here’s FIFA President Gianni Infantino with the details
— FIFA.com (@FIFAcom) December 4, 2020
১৪ সপ্তাহের এই ছুটির মধ্যে কোনও ক্লাব সংশ্লিষ্ট ফুটবলারের বেতন বন্ধ করতে পারবে না। এবং মাতৃত্বকালীন ছুটি থেকে ফেরার পর ক্লাবগুলিকে সংশ্লিষ্ট ফুটবলারকে আবার দলের সঙ্গে কাজ করতে দিতে হবে। একই সঙ্গে ক্লাবকে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জানালেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
ফিফা কাউন্সিলের বৈঠক শেষে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ‘পেশাদার মহিলা ফুটবলের উন্নতি করতে হলে সবার আগে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ফুটবলাররা নিজেদের পেশা সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারবেন। কোনও রকম অনিশ্চয়তার মধ্যে যেন তাঁদের না থাকতে হয়।’
আরও পড়ুন – বিতর্ক মেটাতে অফসাইড নিয়মে বদল আনছে ফিফা
মহিলা ফুটবলের উন্নতির পাশাপাশি কোচদের চাকরি নিয়েও ভাবতে শুরু করেছে ফিফা। সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, কোচেদের চাকরির নিশ্চয়তা নিয়েও কাজ করছেন তাঁরা।