সুইত্জারল্যান্ড: ‘হয় থাকো, নয়তো বেরিয়ে যাও।’ ক্লাব জোটকে স্পষ্ট বার্তা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর (FIFA president Gianni Infantino)। গতকালই বিশ্ব ফুটবল তোলপাড় হয়েছিল বার্সা, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবগুলির (club) হঠকারী সিদ্ধান্তে। ইউরোপিয়ান সুপার লিগে (European super league) খেলার সম্মতি জানিয়েছে ইউরোপের ১২টি বড় ক্লাব। খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে উয়েফা আর ফিফা। গতকালই ফিফার তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল, সুপার লিগে খেলা ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। উয়েফার স্পষ্ট বার্তা ছিল, সুপার লিগে খেললে নির্বাসনের মুখে পড়তে হবে ক্লাবগুলিকে। এরই মধ্যে উয়েফার কংগ্রেসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সফ বলেছেন, ‘যদি কেউ নিজের পথ বেছে নিতে চায়, তাকে তার সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। ভালো খারাপ যাই হোক না কেন, তার দায়ও নিতে হবে। এর সোজাসাপটা অর্থ হল, হয় তুমি আছ নয় তুমি নেই। মাঝামাঝি কোনও পথ হয় না। এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই।’
সোমবার সুপার লিগের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আলোচনা, সমালোচনা, বিতর্ক সবই শুরু হয়েছে। কেউ পক্ষে কেউ বিপক্ষে মত দিচ্ছেন। ফিফা এবং উয়েফার ঘনিষ্ঠ মহল থেকে নানা কথা ছিটকে এলেও সরকারী কোনও মন্তব্য পাওয়া যাচ্ছিল না। ফিফা প্রেসিডেন্টের বক্তব্য পরিষ্কার করে দিচ্ছে যে, ইউরোপের সেরা ক্লাবগুলির বিপ্লব কোনও ভাবেই মেনে নেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইনফান্তিনোর কথায়, ‘আমরা শুধু একটাই পথ নেব। সুপার লিগকে কোনও ভাবেই অনুমোদন দেওয়া হবে না। আর ফিফা যে ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবে, তাতে উয়েফারও সমর্থন থাকবে।’
ফিফা এবং উয়েফা যৌথভাবে যে পথই বাছুক না কেন, বার্সা, রিয়াল, জুভেন্তাস, ২ ম্যাঞ্চেস্টারের মতো ক্লাবগুলো তা নিয়ে মোটেও ভাবিত নয়। বিশ্ব ফুটবলে স্বচ্ছতা এবং স্বচ্ছলতা আনার লক্ষ্যেই একজোট হয়েছে ক্লাবগুলো। সোমবার রাতের বৈঠকে যা নিয়ে একমত হয়ে ১২ ক্লাবের প্রতিনিধিরা জানিয়েছেন, অতিমারি পরিস্থিতিতে একটা ব্যাপার খুব স্পষ্ট ভাবে বুঝেছি আমরা, ফুটবলে ইকো সিস্টেম দরকার। যা আর্থিক ভাবে প্লেয়ার, ক্লাব এবং ফুটবলকে শক্তিশালী করবে। সুনিশ্চিত করবে ভবিষ্যত্।
পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও ইউরোপের ফুটবল পরিবেশ আবার শান্ত হবে, এমন বিশ্বাস ফিফা প্রেসিডেন্টের। ইনফান্তিনো বলছেনও, ‘জাতীয়, ইউরোপীয় এবং বিশ্ব ফুটবলের স্বার্থে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে আমার বিশ্বাস।’ ফিফা বা উয়েফা যাই বলুক না কেন, ১২ সেরা ক্লাবের বিপ্লব কিন্তু নড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের ইমারত।