বিতর্ক মেটাতে অফসাইড নিয়মে বদল আনছে ফিফা

'আমরা চেষ্টা করছি যাতে অফসাইডের (offside) নিয়ম আরও ভালো করা যায়। ফুটবল গতির খেলা, তাতে বিতর্ক যত কম থাকবে, খেলার মাধুর্য্য তত অটুট থাকবে।' ফিফা কাউন্সিলের বৈঠকের পর এমন কথাই বলেন ফিফা (FIFA) সভাপতি ইনফান্তিনোর (Gianni Infantino)।

বিতর্ক মেটাতে অফসাইড নিয়মে বদল আনছে ফিফা
ফিফার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ফিফা সভাপতি। ছবি সৌজন্যে - টুইটার (ফিফা)
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 2:04 PM

TV9 বাংলা ডিজিটাল – বিতর্ক মেটাতে এ বার অফসাইড নিয়মে বদল আনতে চলেছে ফুটবল নিয়ামক সংস্থা। ফিফার (FIFA) প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ‘গত একশো বছরে বারবার অফসাইডের নিয়মকানুন (offside rule) বদলানো হয়েছে। ফিফা আরও একবার ও নিয়ে কাজ শুরু করেছে।’

ভিএআর বা ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি টেকনোলজি ফুটবলে পা দেওয়ার পর থেকে শুধু গোল লাইন নয়, অফসাইডের ক্ষেত্রেও তা ব্যবহার করা হয়। কিন্তু তার পরও সূক্ষ্ম কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে বিতর্ক থেকে যাচ্ছে। যা চিন্তায় ফেলেছে ফিফাকে। ইনফান্তিনোর (Gianni Infantino) কথায়, ‘আমরা চেষ্টা করছি যাতে অফসাইডের নিয়ম আরও ভালো করা যায়। ফুটবল গতির খেলা, তাতে বিতর্ক যত কম থাকবে, খেলার মাধুর্য্য তত অটুট থাকবে।’

আরও পড়ুন – নিজের রেকর্ড ভাঙতে চান বাগানের বাঁশিওয়ালা

নিয়ম বদলের ক্ষেত্রে কী করা হতে চলেছে? ইনফান্তিনো স্পষ্ট বলেছেন, ‘প্রশ্ন হল, আমরা কি অ্যাটাকিং প্লেয়ারদের আরও বেশি সুবিধা দেব? ঠিক এই ভাবেই তো অফসাইডের নিয়ম বারবার পাল্টেছে। নাকি, আমরা মার্জিনাল অফসাইড তুলে দেব? এই পুরো ব্যাপারগুলো নিয়েই আলোচনা করতে হবে।’

অফসাইড নিয়মে কী বদল আনা হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন ফিফার আইএফওবি-র সদস্যরা। অফসাইড নিয়ে শুধু নয়, ভিএআর নিয়েও একই রকম বিতর্ক রয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপ থেকে এই প্রযুক্তির পথচলা শুরু হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিমগুলো।

ইনফান্তিনো অবশ্য বলছেন, ‘ভিএআর কিন্তু ফুটবলের ক্ষতি নয়, ফুটবলকে আধুনিক হতে অনেক সাহায্য করেছে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ভিএআর মাত্র ২ বছর আগে শুরু হয়েছে, ২০০ বছর নয়। আমার তো মনে হয়, অনেক রেফারি ভিএআর টেকনোলজির সঙ্গে সড়গড় না হওয়ার জন্য সমস্যাটা বাড়ছে।’