AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA WWC 2023: মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রথম মুকুটের প্রত্যাশায় স্পেন-ইংল্যান্ড

FIFA Women's World Cup 2023 Final Match Preview: টুর্নামেন্টের শুরুটা অনবদ্য করেছিল স্পেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ০-৪ ব্যবধানে হারা অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। নকআউটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা।

FIFA WWC 2023: মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রথম মুকুটের প্রত্যাশায় স্পেন-ইংল্যান্ড
Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:00 AM
Share

মেয়েদের বিশ্বকাপের শেষ ধাপ। ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। দু-দলই প্রথম বার ফাইনালে উঠেছে। তবে ইংল্যান্ডের কাছে বড় মঞ্চ নতুন নয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ইংল্যান্ড। ইউরোপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এ বার বিশ্বকাপ ট্রফির লক্ষ্যে নামছে। চ্যাম্পিয়ন হলে লায়োনেসদের জন্য প্রথম ট্রফি, তেমনই ১৯৬৬ সালের পর প্রথম বার বিশ্বসেরা হবে ইংল্যান্ড। অন্য দিকে, স্পেনও প্রথম বার ফাইনালে উঠেছে। প্রথম সুযোগে বাজিমাত করাই লক্ষ্য। অপেক্ষা আকর্ষণীয় একটা ফাইনালের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিডনিতে অস্ট্রেলিয়া স্টেডিয়ামে অন্তত ৭৫ হাজার দর্শক উপস্থিত থাকবে বিশ্বকাপ ফাইনালে। আয়োজক অস্ট্রেলিয়া সেমিফাইনালে হেরে যাওয়ায় কিছুটা হলেও হতাশা। তবে সুন্দর খেলার টানে মাঠ ভরবে, বলাই যায়। এ বারের বিশ্বকাপে ব্যপক সাড়া মিলেছে। এত সংখ্যক দর্শকের সামনে সেরার লড়াইয়ে স্পেন ও ইংল্যান্ড। মেয়েদের ফুটবলে এটি নবম বিশ্বকাপ। সবচেয়ে বেশি চার বার চ্যাম্পিয়ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে জার্মানি। তারা দু-বার খেতাব জিতেছে। এক বার করে চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে এবং জাপান। আজ যে দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব।

ইংল্যান্ড পুরুষ ফুটবল দল ১৯৬৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার ইতিহাসে নাম লেখাতে মরিয়া মহিলা দল। লায়োনেসদের ডাচ কোচ সারিনা উইগম্যান বলেন, ‘সকলেই ১৯৬৬-র কথা বলছে। এই রবিবার আমরা তেমনই কিছু করতে চাই। ফাইনালে জায়গা করে নেওয়াটা নিঃসন্দেহে বড় ব্যাপার। তবে এই টিম অনেক চ্যালেঞ্জ পেরিয়ে, সমস্যা কাটিয়ে এই জায়গায় পৌঁছেছে। ফাইনালে পৌঁছেই থেমে যেতে চাই না। এ বার জিততে হবে।’ মাত্র ১৩ মাস আগে ইউরোপ সেরা হয়েছে ইংল্যান্ড। বিশ্বসেরা হওয়ার পথে তাদের বাধা লা রোহা।

টুর্নামেন্টের শুরুটা অনবদ্য করেছিল স্পেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ০-৪ ব্যবধানে হারা অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। নকআউটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কোচের সঙ্গে প্লেয়ারদের দ্বন্দ্ব রয়েছে বলেও শিবিরে খবর। তারপরও ফাইনাল অবধি পৌঁছেছে। এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেলছে স্পেন। জাপানের কাছে হারের পর থেকে যেন নতুন উদ্যমে শুরু করেছে তারা। শুরুর মতো শেষটাও ভালো করাই লক্ষ্য। বিশেষ নজর থাকবে দু-বার ব্যালন ডি’ওর জয়ী অ্যালেক্সিয়া পুতেয়ার দিকে। টুর্নামেন্টে এখনও অবধি নজর কেড়েছেন। ফাইনালে বাড়তি তাগিদ নিয়ে নামবেন, এটাই প্রত্যাশিত।

স্পেন বনাম ইংল্যান্ড, বিকেল ৩.৩০, স্টার স্পোর্টস, দূরদর্শন, ফ্যানকোড ও জিও টিভি