
লা লিগার অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় বার্সেলোনার

৩৯ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফ্রাঙ্কি ডি জঙ

নির্ধারিত সময়ের এক মিনিট আগে বার্সেলোনার জয় নিশ্চিত করেন রিকুই পুইগ

লা লিগায় পরপর ৫টা অ্যাওয়ে ম্যাচে জিতল রোনাল্ড কোম্যানের দল।

১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৩ নম্বরে আছে বার্সা। ছবি-বার্সেলোনা টুইটার।