হাড্ডাহাড্ডি লড়াই নেশনস লিগের সেমিতে

উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) সেমি ফাইনাল (Semi-finals) ম্যাচগুলি হবে ইতালিতে (Italy), ২০২১ সালের ৬ এবং ৭ ডিসেম্বর।

হাড্ডাহাড্ডি লড়াই নেশনস লিগের সেমিতে
উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল খেলবে বেলজিয়াম ও ফ্রান্স, ইতালি ও স্পেন। (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 1:37 PM

প্যারিস: উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) সেমিফাইনালে (Semi-finals) পৌঁছে গেল ৪টি দল। বেলজিয়াম (Belgium), ফ্রান্স (France), ইতালি (Italy) এবং স্পেন (Spain)। সুইজারল্যান্ডের নিওঁতে জার্মানির বিরুদ্ধে স্পেনের জয়র পরই টুর্নাামন্টের চূড়ান্ত সূচি প্রকশিত হয়। টুর্নামেন্টের প্রথম সেমিতে ইতালির বিরুদ্ধে খেলবে স্পেন। অপরদিকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে।

“ইউরোপীয়ান ফুটবল গভর্নিং বডি” ঘোষণা করেছে, ইতালিতে ২০২১ সালের ৬ এবং ৭ ডিসেম্বর সেমি ফাইনাল ম্যাচগুলি হবে। করোনাভাইরাস মহামারির  কারণে উয়েফা নেশনস লিগের ফাইনাল পিছিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ইতালি জানায়, তারা উয়েফা নেশনস লিগের ফাইনাল আয়োজন করবে।

২০২১ সালের ৬ অক্টোবর মিলানের সান সিরোতে প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে। ৭ অক্টোবর তুরিনে জুভেন্টাস স্টেডিয়ামে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। ১০ অক্টোবর, মিলানের সান সিরোতে হবে তৃতীয় স্থানের প্লেঅফ । সেদিনই ফাইনাল হবে জুভেন্টাস স্টেডিয়ামে।