
আইএসএলে বড় জয় হায়দরাবাদের। ৪-১ গোলে হারাল চেন্নাইয়ান এফ সিকে।

ম্যাচের ৫টা গোলই হয় দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জোয়েল আর নার্জারির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হায়দরাবাদ।

চেন্নাইয়ের হয়ে ব্যবধান কমান অনিরুদ্ধ থাপা।

জোয়াও ভিক্টর আর নার্জারির ম্যাচে দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করে হায়দরাবাদ এফসি। ছবি-আইএসএল