Emiliano Martinez : ‘বাজপাখি’ দর্শন না হওয়ায় বাংলাদেশিদের হা হুতাশ, আজ তিলোত্তমা মাতাবেন এমি
মার্টিনেজকে নিয়ে বাংলাদেশের আম ফুটবলপ্রেমীদের যে উন্মাদনা তা দেখানোর সুযোগ না মেলায় হা হুতাশ চলছে গতকাল থেকেই।
কলকাতা : ভারতে পা দেওয়ার আগে বাংলাদেশ ছুঁয়ে এসেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ‘বাজপাখি’ নামটি উপহার পেয়েছেন এমি। নতুন নাম তাঁর বেশ মনে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে এমি বলছেন, “আমি বাংলাদেশের বাজপাখি।” কথাটা বেশ কয়েকবার আওড়ালেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর একঝাঁক ছবি পোস্ট করে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ডিবু। ইনস্টাগ্রামের ওই পোস্টে ‘বাজপাখি’র উল্লেখও করেছেন। তিনি লেখেন, “আমি চিরকাল বাংলাদেশের বাজপাখি হয়ে মুগ্ধ থাকব।” এতকিছু সত্ত্বেও মার্টিনেজকে নিয়ে বাংলাদেশিদের আক্ষেপের শেষ নেই। কেন? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের বিশাল সমর্থন পেয়েছিল আর্জেন্টিনা। বিভিন্ন সময় বাংলাদেশের উল্লেখ করতে দেখা যায় আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার পেজে। সমর্থনের জন্য ধন্যবাদ জানানো, ঈদের সময় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টিনা। মেসি, এমিরা এখন বাংলাদেশের কথা জানেন। তাই ভারতে পা রাখার আগে পড়শি দেশের অনুরাগীদের ভালোবাসায় ভাসতে চেয়েছিলেন ডিবু। যদিও সাধারণ মানুষের মার্টিনেজকে দেখার সুযোগ হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন। টাইগারদের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাঁর সঙ্গে দেখা করে আপ্লুত। মার্টিনেজকে নিয়ে বাংলাদেশের আম ফুটবলপ্রেমীদের যে উন্মাদনা তা দেখানোর সুযোগ না মেলায় হা হুতাশ চলছে গতকাল থেকেই। এমি বাংলাদেশ ছাড়তেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সোমবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন মেসির সতীর্থ। কলকাতায় তাঁর দু’দিনের সফরে রয়েছে একঝাঁক কর্মসূচি। সোমবার বিমানবন্দরের থিকথিকে ভিড়ের মধ্য়ে এসেই বলেছেন, এখানে এসে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। আজ, মঙ্গলবার দিনভর কর্মসূচি রয়েছে তাঁর। মোহনবাগান ক্লাবে যাবেন এরপর মিলনমেলাতেও যাওয়ার কথা রয়েছে। দুটি জায়গাতেই সাধারণ মানুষে এমি দর্শনের সুযোগ থাকছে। এদিন তাঁর হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন লেখা স্মারক। বাংলাদেশিরা সুযোগ না পেলেও ট্যাঁকের কড়ি খরচ করে কলকাতায় মার্টিনেজকে দেখার সুযোগ রয়েছে। আজ কলকাতাবাসীর কাছে এমির মন জয় করার পালা।