করোনা আবহের মধ্যেই হাসপাতালে মারাদোনা, উদ্বেগে ভক্তরা
বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা সোমবার হঠাৎ করেই অসুস্থ বোধ করার জন্য হাসপাতালে ভর্তি।
TV9 বাংলা ডিজিটাল:- করোনা (COVID 19) আবহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা (Maradona)। আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার হঠাৎ করেই অসুস্থ বোধ করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত বুয়েনস আইরেস থেকে এক ঘন্টার দুরত্বে, লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি রয়েছেন ৮৬ বিশ্বকাপের নায়ক। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আপাতত ৩ দিন ফুটবলের রাজপুত্রকে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে যে, মারাদোনার শরীরে ডিহাইড্রেশন ও রক্তাল্পতার সমস্যা রয়েছে। এছাড়াও কিছু মানসিক সমস্যা রয়েছে। তবে এইমূহুর্তে মারাদোনার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
গত কয়েক বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যায় ভুগিয়েছে কিংবদন্তি এই ফুটবলারকে। দেহের ওজন বাড়ায় সমস্যা বেড়েছিল। আবার কখনও পাকস্থলীতে রক্তক্ষরণের জন্য এন্ডোস্কোপি করাতে হয়েছে। মারাদোনার মাদক সেবন সংক্রান্ত সমস্যাও ছিল। তাঁকে নিয়মিত ডাক্তারি পরীক্ষাও করাতে হয়। দিয়েগো মারাদোনার স্বাস্থ্য নিয়ে এর আগেও অনেকবারই চিন্তিত হয়েছেন তাঁর অনুরাগীরা।
Diego Maradona has been admitted to hospital in his native Argentina, according to local media reports.
Argentine publication Ole are reporting that his condition is not serious and is not related to Covid-19 as he had tested negative in recent days. pic.twitter.com/vOntty7MgA
— Goal (@goal) November 3, 2020
দিনকয়েক আগেই ৬০ পেরিয়েছেন ফুটবলের রাজপুত্র। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার বর্তমানে সুপারলিগা ক্লাব জিমনাশিয়ার কোচ। তাঁকে শেষবার স্থানীয় ক্লাব জিমনাশিয়ার মাঠেই দেখা গিয়েছিল। সেখানে জন্মদিনের কেকও কাটতে দেখা যায় মারাদোনাকে। কিন্তু আচমকা শরীর খারাপ হওয়ায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তারপর সোমবার রাতেই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। সুস্থ হয়ে মারাদোনার দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় তাঁর ভক্তরা।