AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football Team: প্রতিবাদ! সুনীলদের কোচের পদ ছাড়তে চান ইগর স্টিমাচ

গত বছরই স্টিমাচের মেয়াদ বাড়ায় ফেডারেশন। চিনে এশিয়ান কাপ শেষের পর সুনীলদের দায়িত্ব থেকে অব্যহতি চান ক্রোট কোচ।

Indian Football Team: প্রতিবাদ! সুনীলদের কোচের পদ ছাড়তে চান ইগর স্টিমাচ
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 10:39 PM
Share

কলকাতা: এশিয়ান কাপে আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। কোচ ইগর স্টিমাচের (Igor Stimac) কথা শুনেই একগুচ্ছ আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২৫মে শেষ হচ্ছে সুপার কাপ। এরপরই মে মাসে শুরু হবে ভারতীয় দলের শিবির। ইন্টার কন্টিনেন্টাল কাপ আর সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ব্লু টাইগার্স। জুনে শুরু হবে ইন্টার কন্টিনেন্টাল কাপ। দুটো টুর্নামেন্টই হবে দেশের মাটিতে। বেঙ্গালুরুতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে কিংস কাপেও অংশ নেবে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। সেপ্টেম্বরে হবে কিংস কাপ। চিনে এশিয়ান কাপের পর মালয়েশিয়াতে মারডেকা কাপও খেলবে ব্লু টাইগার্স। এছাড়া রয়েছে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব। এ ছাড়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের জন্যও থাকছে বিভিন্ন টুর্নামেন্ট। মণিপুরে ত্রিদেশীয় সিরিজ শেষের পর স্টিমাচের সঙ্গে আলোচনায় বসবে ফেডারেশন। বিস্তারিত TV9 Bangla-য়।

ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ যদিও এশিয়ান কাপের পর আর থাকতে চাইছেন না। গত বছরই স্টিমাচের মেয়াদ বাড়ায় ফেডারেশন। চিনে এশিয়ান কাপ শেষের পর সুনীলদের দায়িত্ব থেকে অব্যহতি চান ক্রোট কোচ। এক সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে স্টিমাচ। পরের বছর জানুয়ারিতে এশিয়ান কাপের আগে চার সপ্তাহের প্রস্তুতি শিবির সারতে পারে ব্লু টাইগার্স। কোচ স্টিমাচই চেয়েছেন চার সপ্তাহের প্রস্তুতি শিবির। যদিও এ ব্যাপারে এখনও সম্মতি দেয়নি ফেডারেশন। কারণ, একই সময় চলবে আইএসএল। এশিয়ান কাপের সময় হয়তো আইএসএল সাময়িক বন্ধও থাকতে পারে।

এক সাক্ষাৎকারে সুনীলদের হেডস্যার বলেন ‘২০২৪ এশিয়ান কাপের পরই আমি সরে যেতে চাই।’ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার অনুমতি নেই। এটাকেই সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানিয়েছেন স্টিমাচ। বিদেশে এমন কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, যারা স্থানীয় পর্যায়ে বেশ ভালো খেলেন। স্টিম্যাচ মনে করেন, সেই ফুটবলাররা দেশের হয়ে খেললে অনেক উপকৃত হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি না মিললে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দেশের জার্সিতে খেলা মুশকিল। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রকেও দায়ী করেছেন তিনি। ২০১৯ সালে ভারতের কোচ হন স্টিমাচ।