Mohun Bagan vs East Bengal: আইএসএলের দ্বিতীয় পর্বে ‘প্রত্যাবর্তন’ এবং ‘প্রথম’ জয়ের ডার্বি

Feb 03, 2024 | 9:00 AM

ISL 2024, Kolkata Derby Preview: মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলারের মতো দল হিসেবে ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের ডার্বি। দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। ৯০ মিনিটের একটা রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর, বিনোদনে ঠাসা মহারণ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। বাংলা তথা ভারতীয় ফুটবলের ক্য়ালেন্ডারে আজ শুধুই শনিবার নয়, বরং 'ডার্বি ডে'। সমর্থকদের হাসি মুখে ফেরাতে পারবে কোন রঙের জার্সির ফুটবলাররা, নজর সেদিকেই।

Mohun Bagan vs East Bengal: আইএসএলের দ্বিতীয় পর্বে প্রত্যাবর্তন এবং প্রথম জয়ের ডার্বি
Image Credit source: EAST BENGAL, X

Follow Us

কলকাতা: কয়েকদিন আগেই ডার্বি হয়েছে। আবারও একটা ডার্বি। দিনের হিসেবে ব্যবধানটা সামান্য হলেও নানা দিক থেকে ব্যবধান যেন কয়েক আলোকবর্ষ। পুরোপুরি বদলে যাওয়া দুটো দল। আবেগ সেই এক। বাংলা, বাঙালি, ভারতীয় ফুটবলের গর্বের কলকাতা ডার্বি। নতুন তারকা হওয়ার বড় ম্যাচ। বড় মঞ্চে তারকাদের প্রমাণের পালা। লাইনগুলো কেমন খাপছাড়া তাই না? এই খাপছাড়া বিষয়গুলোকে গোছানোরও ডার্বি। এ মরসুমে ইতিমধ্যেই তিনটি ডার্বি হয়েছে। স্কোর লাইনে ২-১ এগিয়ে ইস্টবেঙ্গল। কিন্তু যুবভারতীতে আজ একটা নতুন ডার্বি। প্রত্যাবর্তন এবং প্রথম জয়ের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমের প্রথম ডার্বি। হওয়ার কথা ছিল অনেক আগেই। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল সেই ম্যাচ। যেটা আজ হতে চলেছে। মরসুমে তিনটি ডার্বি হওয়ার পরও কেন আজকের ডার্বি আলাদা মাত্রা রাখবে? এর নানা দিক। গত কয়েক বছর ডার্বি মানেই ছিল এক তরফা ফল। মাঠে নামার আগেই যেন জয়ের গন্ধ পেতেন মোহনবাগান সমর্থকরা। টানা আটটি ডার্বি জিতে আধিপত্য বজায় রেখেছিল মোহনবাগান। মরসুমের শুরুতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয় দু-দল। আটটি হারের পর অবশেষে ডার্বিতে মশাল জ্বলেছিল। যদিও ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।

আজকের ডার্বিতে মোহনবাগান নামছে আইএসএলে হারের হ্যাটট্রিক করে আসা দল হিসেবে। বছরের শেষে আইএসএলের তিনটি ম্যাচেই হার। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ডার্বি দিয়ে। মোহনবাগানে কোচ বদল হয়েছে। দায়িত্বে এসেছেন ভারতীয় ফুটবলে বিদেশিদের মধ্যে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যিনি ম্যাচের আগেই হুঙ্কার দিয়েছে রেখেছেন, ‘আমি কোনওদিন ডার্বি হারিনি।’

কলিঙ্গ সুপার কাপের ডার্বি কার্যত এক তরফা ছিল। চোট এবং জাতীয় দলে একঝাঁক ফুটবলার থাকায় অনেকটাই দুর্বল ছিল মোহনবাগান। আজ কিন্তু ফুল টিম পাচ্ছে সবুজ মেরুন। সবচেয়ে বড় স্বস্তির, আনোয়ার আলির প্রত্য়াবর্তন। চোটের জন্য অনেক দিন বাইরে ছিলেন। ডিফেন্সে আনোয়ারের উপস্থিতি বাড়তি ভরসা দেবে সবুজ মেরুন শিবিরকে। ইস্টবেঙ্গলের কাছে আরও বেশি তাগিদ, পরিসংখ্যান। এ মরসুমে দুটো ডার্বি জিতলেও আইএসএলের ইতিহাসে মোহনবাগানকে কখনও হারাতে পারেনি ইস্টবেঙ্গল। এ বার সেই প্রথম জয়ই লক্ষ্য। কলিঙ্গ সুপার কাপের মতো সর্বভারতীয় একটা ট্রফি জয় লাল-হলুদের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দিয়েছে।

মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলারের মতো দল হিসেবে ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের ডার্বি। দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। ৯০ মিনিটের একটা রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর, বিনোদনে ঠাসা মহারণ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। বাংলা তথা ভারতীয় ফুটবলের ক্য়ালেন্ডারে আজ শুধুই শনিবার নয়, বরং ‘ডার্বি ডে’। সমর্থকদের হাসি মুখে ফেরাতে পারবে কোন রঙের জার্সির ফুটবলাররা, নজর সেদিকেই।

Next Article