
ডার্বিতে নামার আগেই সুখবর মোহনবাগান শিবিরে। প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। শনিবার রাতে হায়দরাবাদ এফসির ম্যাচ ছিল। মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে তারা। হায়দরাবাদের এই জয়েই মোহনবাগানের প্লে-অফ নিশ্চিত। কলকাতা ডার্বিতে অনেকটাই চাপমুক্ত হয়ে নামতে পারবে তারা। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ঝড় তুলবে মোহনবাগান। ধারে ভারে, কাগজে কলমে অনেকটাই এগিয়ে সবুজ মেরুন। ডার্বিতে কি আদৌ এগিয়ে রাখা যায় কোনও দলকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত কয়েক মরসুমের তুলনায় অন্য চিত্র দেখা গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আটটি ডার্বি হেরেছিল ইস্টবেঙ্গল। এ মরসুমে প্রথম ডার্বিতেই জয় লাল-হলুদের। ডুরান্ড ফাইনালে বদলা নেয় মোহনবাগান। সুপার কাপে ফের মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি ড্র। এ মরসুমে ২-১ এগিয়ে কার্লেস কুয়াদ্রাত।
আন্তোনিও লোপেজ হাবাস মরসুমের শুরু থেকে মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। কঠিন পরিস্থিতি কোচের দায়িত্ব নেন। প্রথম ম্যাচই ছিল ডার্বি। আইএসএলের সেই ডার্বিতে দু-বার পিছিয়ে থেকেও ড্র। এরপর থেকে দুর্দান্ত পারফর্ম করছে সবুজ মেরুন। প্লে-অফ ইতিমধ্যেই নিশ্চিত। গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নজরে এ বার শীর্ষে থেকে লিড শিল্ড জয়। সেই সফরের শুরুটা ডার্বি দিয়ে করলে কেমন হয়!
এ মরসুমে বেশ কিছু ম্যাচেই দেখা গিয়েছে, ইস্টবেঙ্গল লিড নিয়েও ড্র করেছে অথবা হেরেছে। যে কারণে তাদের প্লে-অফের অঙ্ক জটিল। ডার্বি হারলে দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। এই ম্যাচে কার্ড সমস্যায় রাকিপকে পাবে না ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফুটবলার নেওয়া হলেও তাঁদের পারফরম্যান্স এখনও ভরসা দেওয়ার মতো নয়। তবে ছয় বিদেশিই খেলার মতো ফিট, তা স্বস্তিতে রেখেছে কোচ কার্লেস কুয়াদ্রাতকে। শক্তি, পারফরম্যান্স, ধারাবাহিকতায় মোহনবাগান এগিয়ে থাকলেও কোনও তুরুপের তাস যদি বের করেন কার্লেস! ইস্টবেঙ্গল সমর্থকরা সেই আশাতেই বুক বাঁধছেন। ডার্বি তো নতুন তারারও জন্ম দেয়!
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, রাত ৮.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং