AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: ৪ দিনে ৯ গোল কিরঘিজস্তানকে, অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছে ভারতের মেয়েরা!

AFC Women's Olympic Qualifiers: এই সপ্তাহের শুরুতেই কিরঘিজ রিপাবলিককে ৫-০ হারিয়েছিলেন ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিল ভারত।

Indian Football: ৪ দিনে ৯ গোল কিরঘিজস্তানকে, অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছে ভারতের মেয়েরা!
৪ দিনে ৯ গোল কিরঘিজস্তানকে, অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছে ভারতের মেয়েরা!Image Credit: Indian Football Team Twitter
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 5:09 PM
Share

বিসকেক: স্বপ্ন দেখাতে শুরু করেছে ভারতের মেয়েরা। আর সেই যদি সফল হয়, তা হলে প্যারিস অলিম্পিকে (Paris Olympics) দেখা যেতে পারে সন্ধ্যা রঙ্গানাথন, অঞ্জু তামাং, রেণুদের। মেয়েদের অলিম্পিক যোগ্যতা পর্বের ম্যাচে কিরঘিজ রিপাবলিককে ৪-০ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ভারতের ফুটবল টিম (Indian Women’s football team)। এই সপ্তাহের শুরুতেই কিরঘিজ রিপাবলিককে ৫-০ হারিয়েছিলেন ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিল ভারত। প্রথমার্ধেই লাল কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন কার্তিকা অঙ্গমুথু। তাতেও ভারতের আগ্রাসন কমেনি। কোচ থমাস ডেনার্বি স্ট্র্যাটেজি বদলে ফেলেছিলেন। ডিফেন্স জমাট রেখে বিপক্ষ টিমের বক্সের আরও চাপ বাড়াতে শুরু করেন সন্ধ্যা, অঞ্জুরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মোডে নেমেছিল ভারত। ১৮ মিনিটের মাথায় সন্ধ্যা ১-০ করে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যে কার্তিকা লাল কার্ড দেখেন। কিরঘিজ রিপাবলিকের ক্যাপ্টেন আজ়িহান বোরোনবেকভকে অহেতুক ফাউল করেন কার্তিকা। ১০ জন হয়ে যায় ভারত। তাতে ছবিটা পাল্টায়নি। মিডফিল্ডার সঙ্গীতা বাসফোরকে তুলে উইঙ্গার সৌম্যা গুগুলোথকে নামান ডেনার্বি। অঞ্জু আর সন্ধ্যা জুটিকে সামলাতেই পারেননি কিরঘিজের ফুটবলাররা। ২৪ মিনিটের মাথায় হাফভলি থেকে ২-০ করেন অঞ্জু। বিরতির পরই ৩-০ করে ভারত। ইন্দুমতী ক্যাথিরসানের বাঁ দিক থেকে তোলা লো ক্রস থেকে দ্বিতীয় গোল করেন সন্ধ্যা। ইন্দুমতীর পরিবর্তে নেমে ৮০ মিনিটে ৪-০ করেন রেণু। ডাংমেই গ্রেসের কর্নার থেকে হেডে গোল করেন রেণু।

ডোলেন ওমুরজাকভ স্টেডিয়ামে শুক্রবার রাতে ভারতের খেলা দেখে দর্শকরাও বেশ তৃপ্ত। মঙ্গলবার কিরঘিজস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচ শুক্রবার। এই দুটো ম্যাচে সব মিলিয়ে ৯ গোল দিল ভারত। সুনীল ছেত্রীদের টিম দুরন্ত ফর্মে। ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে। তারই মধ্যে মেয়েদের ফুটবল টিমের এই সাফল্য নিশ্চিত ভাবেই অলিম্পিকের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে।