ISL 2022-23: কোচ ফেরান্দোর প্রাক্তন দলের কাছে দুরমুশ সবুজ মেরুন

আইএসএলে আজ সৈকত শহরের দল এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। গোয়া ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এটিকে মোহনবাগানকে।

ISL 2022-23: কোচ ফেরান্দোর প্রাক্তন দলের কাছে দুরমুশ সবুজ মেরুন
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 10:07 PM

পঞ্জিম: গত মরসুমের মাঝ পথেই এফসি গোয়া থেকে এটিকে মোহনবাগানে যোগ দেন কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কোচের পুরাতন ক্লাবের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার উদ্দেশ্য ছিল সবুজ মেরুনের (ATK Mohun Bagan)। তবে ম্যাচে পরিকল্পনা খাটল না মোটেও। দুরন্ত এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে ফেরান্দোর ছেলেরা। একদিকে কাতার বিশ্বকাপের ঢাকে কাঠি, অন্যদিকে আইএসএলে গোয়ার বিরুদ্ধে সবুজ মেরুনের ম্যাচ। বাঙালির ফুটবল প্রেমীরা কোনদিকে নজর রাখবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। একদিকে যখন কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। মোহনবাগান সমর্থকদের মুখে তখন গভীর আঁধার। এই প্রথম আইএসএলের (ISL) মঞ্চে এটিকে মোহনবাগানকে হারাল সৈকত শহরের দলটি। গোলস্কোরারের পাশে নাম লেখালেন, আইবানভা ডলিন, ফারেস আর্নাবু এবং নোয়া সাদাওই।

রবিবার ফতোরদার জওহলাল নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। শুরু থেকেই ছন্দে দেখা গিয়েছে গোয়াকে। তবে প্রতিপক্ষের গোলের কাছে পৌঁছাতে পারেনি এটিকে মোহনবাগান। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুটি দলই। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ফলাফল ছিল ০-০। ৫০তম মিনিটে মোহনবাগানের রক্ষণ ভেঙে এগিয়ে যায় এফসি গোয়া। গোল করেন আইবানভা ডলিন। এরপর চোট পেয়ে মাঠ ছাড়েন জনি কাউকো। তাতেই হয়তো সামান্য চাপে পড়ে যায় কলকাতার দলটি। বাকি ৩০ মিনিটে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল মোহনবাগানের। উল্টে আরও দুটো গোল খেয়ে বড় ব্যবধানে হেরে বসতে হল। ম্যাচের ৭৬ মিনিটে গোল করেন ফারেস আর্নাবু। শেষ গোলটি করেন গোয়ার নোয়া সাদাওই। 

গত চার ম্যাচে অপরাজিত থাকা হুয়ান ফেরান্দোর টিমকে এক কথায় দুরমুশ করেছে এফসি গোয়া। অন্যদিকে গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-৩ ব্যবধানে হেরেছিল তারা। সেখান থেকে ঘরের মাঠে দুরন্ত কামব্যাক।