AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATK Mohun Bagan: ফেরান্দোর স্ট্র্যাটেজিতে মূল্যবান পয়েন্ট নিয়ে শহরে ফিরছে বাগান

Juan Ferrando: হায়দরাবাদে শুরু থেকে খেলেননি ওগবেচে। ৬০ মিনিটে মাঠে নামেন তিনি। তবে সে রকম ঝলক দেখাতে পারেননি। ম্যাচ গোলশূন্য হলেও নৈতিক জয় মোহনবাগানেরই। সোমবার ফিরতি পর্বের সেমিফাইনালের আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ফেরান্দোর দল।

ATK Mohun Bagan: ফেরান্দোর স্ট্র্যাটেজিতে মূল্যবান পয়েন্ট নিয়ে শহরে ফিরছে বাগান
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 1:35 AM
Share

হায়দরাবাদ: লক্ষ্যে সফল। অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট সঙ্গী করেই শহরে ফিরছে এটিকে মোহনবাগান। নিজামের শহরে সিভেইরো-ওগবেচেদের রুখে দিলেন প্রীতমরা। গত আইএসএলে এই হায়দরাবাদ এফসির কাছেই প্রথম পর্বের ম্যাচে ১-৩ হেরেছিল মোহনবাগান। এ বার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগেই ফেরান্দো বলেছিলেন, অ্যাওয়ে ম্যাচ থেকে খালি হাতে ফিরতে চান না। সেটাই হল। সোমবার ঘরের মাঠে ফিরতি সেমিফাইনালে এক রাশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন হুগো, দিমিত্রিরা। প্রথমার্ধে বাগানের একটি প্রচেষ্টা ক্রসপিসে লেগে প্রতিহত হয়। হায়দরাবাদ গোলকিপারও বেশ কয়েকটি ক্ষেত্রে বাগানের গোলমুখী আক্রমণ আটকে দেন। বিস্তারিত TV9Bangla-য়।

ট্যাকটিক্যাল ফুটবলেই মূল্যবান পয়েন্ট নিয়ে ঘরে ফিরল মোহনবাগান। ফেরান্দো বলেছিলেন, অ্যাওয়ে ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলবে তাঁর দল। হলও তাই। সারা ম্যাচ জুড়ে লিস্টন, মনবীর, দিমিত্রিরা দাপিয়ে বেড়ালেন। শুধু গোলই পেল না সবুজ মেরুন শিবির। হায়দরাবাদের উইং প্লে বন্ধ করে দেন ফেরান্দো। রক্ষণেও দলকে ভরসা দিলেন স্লাভকো, শুভাশিস, প্রীতমরা।

হায়দরাবাদে শুরু থেকে খেলেননি ওগবেচে। ৬০ মিনিটে মাঠে নামেন তিনি। তবে সে রকম ঝলক দেখাতে পারেননি। ম্যাচ গোলশূন্য হলেও নৈতিক জয় মোহনবাগানেরই। সোমবার ফিরতি পর্বের সেমিফাইনালের আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ফেরান্দোর দল। সেমিফাইনালে ঘরের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে হায়দরাবাদ বধ করার সুযোগ প্রীতমদের সামনে। বদলার ম্যাচে ওগবেচেদের হারিয়ে আইএসএলের ফাইনালে উঠতে প্রস্তুত মোহনবাগান।

পারফরম্যান্স যাই হোক, ম্যাচের রেজাল্ট নিয়ে খুশি নন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচ শেষে বলেন, ‘আমরা ফল নিয়ে খুবই হতাশ। আমরা এখানে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে এসেছিলাম। হায়দারাবাদ এফসি খুবই শক্তিশালী দল। ওরা গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছে। এর থেকেই বোঝা যায় ওরা কতটা শক্তিশালী প্রতিপক্ষ। ওরা গত বারের চ্যাম্পিয়ন। দ্বিতীয় লেগের ম্য়াচের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের হাতে সময় খুবই কম।’